1. [email protected] : চলো যাই : cholojaai.net
সবুজের দেশে শ্রীলঙ্কার সুর! বাংলা কাঁপানো নাচে মানিকে মাগে হিথে
রবিবার, ০৬ জুলাই ২০২৫, ০২:৩৮ পূর্বাহ্ন
Uncategorized

সবুজের দেশে শ্রীলঙ্কার সুর! বাংলা কাঁপানো নাচে মানিকে মাগে হিথে

  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১

মানিকে মাগে হিথে’ (Manike Mage Hithe)। আসমুদ্রহিমাচল যেন ওলোট পালট করে দিয়েছে এই এক সুর। নেটদুনিয়ায় সুপার ভাইরাল গানের জাদুতে মজেছেন সুপারস্টার থেকে সাধারণ মানুষ। ভাষা না বুঝেও গুনগুনিয়ে চলেছেন অনেকে। কেউ আবার কোমর দোলাচ্ছেন এই সুরেই। আট থেকে আশি, সকলেই গেয়েছেন শ্রীলঙ্কার পপ তারকা ইয়োহানি ডি’সিলভার অত্যন্ত জনপ্রিয় গানটি। কোমরে শাড়ি জড়িয়ে এই গানেই এবার নেচে ভাইরাল হলেন বাংলার তরুণী মডেল শ্রীতমা বৈদ্য (Sreetama Baidya)।

কিন্তু নাটকীয় মোচড় একটু পরেই। কাশফুলের মাঝে হঠাৎই বাংলার মেঠো বাউল সুরে গা ভিজিয়ে সবুজ শাড়িতে দেখা যায় শ্রীতমাকে। শুরু হয়ে যায় ‘তোমার ঘরে বসত করে কয়জনা’, ‘তোমায় হৃদমাঝারে রাখব’, ‘লাল পাহাড়ির দেশে যা’র মতো গান। প্রত্যেক গানের সঙ্গে মিলে যায় শ্রীতমার গানের ছন্দ। শেষে আবার শোনা যায়, ‘মানিকে মাগে হিথে’।

শ্রীতমার ভিডিওটি এখনও পর্যন্ত প্রায় সাড়ে সাত লক্ষ দর্শক দেখেছেন। গানে বাংলার লোকগানের সুর মিশিয়েছেন অনির্বাণ সুর। নেটিজেনরাও শ্রীতমার নাচ ও দুটি গানের অসাধারণ ভিডিও এডিটিংয়ের প্রশংসায় এককথায় পঞ্চমুখ। ইতিমধ্যেই লাইক আর কমেন্টের বন্যা।

‘মানিকে মাগে হিথে’ লাইনটির বাংলা অর্থ, তুমি আমার চোখের মণি। চলতি বছরে মে মাসে গানের ভিডিও আপলোড করা হয় ইউটিউবে। ২৮ বছরের শ্রীলঙ্কান তারকা ইয়োহানির সঙ্গে এই গানে সঙ্গ দিয়েছেন শ্রীলঙ্কার আরেক জনপ্রিয় র‌্যাপার সথীশন রথনায়কা (Satheeshan Rathnayaka)।সথীশনই প্রথমে এই গানটি গেয়েছিলেন। তারপর মে মাসে এই গানটি নতুন করে রেকর্ড করা হয় ইয়োহানির গলায়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত গানটি দেখে ফেলেছেন ১০ কোটিরও বেশি মানুষ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Developed By ThemesBazar.Com