রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:২০ অপরাহ্ন

সবচেয়ে বেশি দ্বীপের দেশ

  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫

বিশ্বের অনেক দেশেই দ্বীপ রয়েছে। ছোট বড় দ্বীপগুলো এসব দেশকে বাড়তি সৌন্দর্য দিয়েছে। তবে এমন অনেক দেশ রয়েছে যেগুলো অনেক দ্বীপের সমন্বয়ে গড়ে উঠেছে। বিশ্বে দেশ রয়েছে যেখানে দ্বীপের সংখ্যা দুই লাখের বেশি। চলুন বিশ্বের সবচেয়ে বেশি দ্বীপ রয়েছে এমন দেশগুলো সম্পর্কে জেনে নিই।

গ্রিস
রোডোস, লেসবসসহ সব মিলিয়ে ইউরোপের দেশ গ্রিসে রয়েছে অন্তত ছয় হাজার দ্বীপ। এজিয়ান সাগর এবং ভূমধ্যসাগরের প্রাকৃতিক সৌন্দর্যের কারণে এই দ্বীপগুলোতে ভিড় করেন পর্যটক।

যুক্তরাজ্য
গ্রিসের চেয়ে কিছু বেশি ৬,২৮৯টি দ্বীপ রয়েছে যুক্তরাজ্যে। উল্লেখযোগ্য কয়েকটি ব্রিটিশ দ্বীপ হলো- আইল অফ হোয়াইট, স্কাই, অর্কনি ইত্যাদি।

japan island

জাপান
দ্বীপপুঞ্জ বা আরচিপেলাগোর বিশেষত্বই তার একাধিক দ্বীপ। এমই একটি দ্বীপরাষ্ট্র জাপান। সেখানে রয়েছে ৬ হাজার ৮৫৩টি দ্বীপ। এর মধ্যে মাত্র ৪৩০টি দ্বীপে মানুষের বসতি রয়েছে। তবে সম্প্রতি খবরে বলা হয়, দেশটিতে নতুন সাত হাজার দ্বীপের সন্ধান পাওয়া গেছে।

ফিলিপাইন
দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম পর্যটন আকর্ষণীয় দেশ ফিলিপাইন। এই দেশে রয়েছে মোত ৭ হাজার ১০৭টি দ্বীপ।

অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়ায় মোট দ্বীপের সংখ্যা ৮ হাজার ২২২টি। বহু দ্বীপ ছাড়াও দেশটির অন্যতম পর্যটন আকর্ষণ গ্রেট ব্যারিয়ার রিফ প্রবালপুঞ্জ।

island indonesia

ইন্দোনেশিয়া
এই একটি দেশেই রয়েছে মোট ১৭ হাজার ৫০৮টি দ্বীপ। এর মধ্যে একাধিক দ্বীপে রয়েছে আগ্নেয়গিরি। বিশাল জীববৈচিত্র এবং প্রাকৃতিক সৌন্দর্যের কারণে ইন্দোনেশিয়া নি:সন্দেহে বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র।

কানাডা
উত্তর আমেরিকার দেশ কানাডায় রয়েছে মোট ৫২ হাজার ৪৫৫টি দ্বীপ। এর মধ্যে সবচেয়ে বড় হলো বাফিন দ্বীপ। এর আয়তন ১ লাখ ৯৫ হাজার ৯২৭ বর্গ কিলোমিটার। তবে মানুষের বসবাস রয়েছে এমন দ্বীপের সংখ্যা অনেক কম।

নরওয়ে
আনুমানিক ৫৫ হাজার দ্বীপের সমন্বয়ে গঠিত ইউরোপের দেশ নরওয়ে। এই দেশের অন্তর্গত মোট কয়টি দ্বীপ আছে তা নিশ্চিতভাবে জানে না দেশটির সরকারও। অনেক দ্বীপের আয়তন অনেক ছোট।

finland island

ফিনল্যান্ড
নরওয়ের প্রতিবেশী দেশ ফিনল্যান্ডে ১ লাখ ৮৮ হাজার দ্বীপ রয়েছে। ফিনল্যান্ডে ১ বর্গ কিলোমিটার আয়তনের দ্বীপ ৭৮৯টি। এদের বেশিরভাগেই মানুষ বসবাস করে এবং মূল ভূখন্ডের সঙ্গে যুক্ত। এছাড়া দেশটি ০.৫ কিলোমিটার আয়তনের দ্বীপ রয়েছে ৭৮ হাজার ৮১৮টি। এছাড়া বাকি দ্বীপগুলো এর চেয়েও ছোট। শুধু বিশাল সংখ্যার দ্বীপই নয়, দেশটিতে রয়েছে ১ লাখ ৮৮ হাজারটি হ্রদও।

সুইডেন
ইউরোপের আরেক দেশ সুইডেনে যেন দ্বীপের ছড়াছড়ি। নরওয়ে ও ফিনল্যান্ডকে হারিয়ে এই তালিকায় শীর্ষে রয়েছে সুইডেন। দেশটিতে মোট দ্বীপের সংখ্যা ২ লাখ ২১ হাজার ৮০০টি। ১৪টি দ্বীপের সমন্বয়ে গড়ে উঠেছে রাজধানী স্টকহোম।

সূত্র: ডয়চে ভেলে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com