1. [email protected] : চলো যাই : cholojaai.net
শুরু হচ্ছে সাবরাং ট্যুরিজম পার্কে হোটেলের নির্মাণকাজ
সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ০৭:৫৯ অপরাহ্ন
Uncategorized

শুরু হচ্ছে সাবরাং ট্যুরিজম পার্কে হোটেলের নির্মাণকাজ

  • আপডেট সময় মঙ্গলবার, ২২ জুন, ২০২১

দেশের সর্ব-দক্ষিণে টেকনাফের সাবরাং ইউনিয়নে সাবরাং ট্যুরিজম পার্কে আগামী ৩ মাসের মধ্যে বিনিয়োগকারীরা হোটেল নির্মাণ কাজ শুরু করবে বলে জানিয়েছেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী।

রবিবার (২০ জুন) সাবরাং ট্যুরিজম পার্কে বেজা কর্তৃক আইকোনিক ফটো কর্নার উদ্বোধন করার সময় তিনি এ কথা জানান।

সাবরাং ট্যুরিজম পার্কের আয়তন ১ হাজার ৪৭ একর। সাবরাং ট্যুরিজম পার্কের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমে বঙ্গোপসাগর, উত্তরে টেকনাফ সদর ইউনিয়ন, দক্ষিণ-পূর্বে শাহপরীর দ্বীপ অবস্থিত। পাহাড় ও সাগরের বৈচিত্র্যময় দৃশ্য, সুদীর্ঘ বালুকাময় সৈকত এ স্থানকে সৌন্দর্যের লীলাভূমিতে পরিণত করেছে। সাবরাং ট্যুরিজম পার্কে ৫ তারকা হোটেল, ইকো-ট্যুরিজম, মেরিন এ্যকুরিয়াম ও সি-ক্রুজ, বিদেশি পর্যটকদের জন্য বিশেষ সংরক্ষিত এলাকা, সেন্টমার্টিনে ভ্রমণের বিশেষ ব্যবস্থা, ভাসমান জেটি, শিশু পার্ক, ইকো-কটেজ, ওশেনেরিয়াম, আন্ডার ওয়াটার রেস্টুরেন্ট, ভাসমান রেস্টুরেন্টসহ নানা রকমের বিনোদনের সুবিধা থাকব।

উল্লেখ্য, সাবরাং ট্যুরিজম পার্কে ইতোমধ্যে ১৯টি বিনিয়োগ প্রস্তাব অনুমোদিত হয়েছে এবং ১৭২ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রস্তাব পাওয়া গেছে যার মাধ্যমে কর্মসংস্থান হবে প্রায় ১১ হাজার লোকের। সাবরাং ট্যুরিজম পার্কে ইতোমধ্যে প্রশাসনিক ভবন, ডাইক নির্মাণ, ব্রিজ নির্মাণ, ৬ ভেন্ট স্লুইস গেট (রেগুলেটর) নির্মাণ এবং বিদ্যুৎ সংযোগের কাজ শেষ হয়েছে। এছাড়া এখানে ভূমি উন্নয়ন কাজসহ পানি সরবরাহ লাইন ও বাউন্ডারিওয়াল নির্মাণ কাজ চলমান আছে। ২য় পর্যায়ে ভূমি উন্নয়নের জন্য আর্ন্তজাতিক দরপত্র এবং ২টি গেট ও অভ্যন্তরীন সড়ক নির্মাণে দরপত্র আহ্বান করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Developed By ThemesBazar.Com