শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৬:৪০ অপরাহ্ন
Uncategorized

শুরু হচ্ছে ভারত-বাংলাদেশ বিমান পরিষেবা

  • আপডেট সময় রবিবার, ২৯ আগস্ট, ২০২১

ভারত-বাংলাদেশ (India-Bangladesh) বিমান পরিষেবা অগাস্টের তৃতীয় সপ্তাহ থেকে শুরু হওয়ার কথা থাকলেও শেষপর্যন্ত সেটা সম্ভব হয়নি ৷ অবশেষে নতুন তারিখ ঘোষণা করা হয়েছে ৷ বাংলাদেশের সঙ্গে ‘এয়ার-বাবল’ (Air Bubble)-এর চুক্তিতে আগামী ৩ সেপ্টেম্বর থেকে পুনরায় দু’দেশের মধ্যে বিমান চলাচল শুরু হতে চলেছে ৷

কেন্দ্রীয় অসামরিক বিমান চলাচল মন্ত্রকের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল (মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনস) রাজীব জৈন বলেন, ভারত-বাংলাদেশের মধ্যে বিমান চলাচল পুনরায় শুরু হতে চলেছে ৩ সেপ্টেম্বর থেকে ৷ স্পাইসজেট, ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া ঢাকা ফ্লাইট পরিষেবা দেবে ৷

সূত্রের খবর, সপ্তাহে সাতটি উড়ানের অনুমতি দেবে ভারত সরকার। ঢাকা থেকে কলকাতা, দিল্লি, মুম্বই, চেন্নাইয়ের মধ্যে চলবে বিমান। ট্যুরিস্ট ভিসা থাকলেও এদেশে আসতে পারবেন বাংলাদেশের নাগরিকরা। এয়ার-বাবল চুক্তিতে বর্তমানে আমেরিকা, জার্মানি, রাশিয়ার মতো বিভিন্ন দেশে বিমান চলাচল জারি রেখেছে ভারত ৷ এবার সেই তালিকায় নতুন সংযোজন বাংলাদেশ ৷ বাংলাদেশ থেকে আসা যাত্রীরা এ দেশের কোনও বিমানবন্দরে নামলে তাদের করোনা পরীক্ষা করাটা বাধ্যতামূলক ৷

বাংলাদেশে করোনার দ্বিতীয় ঢেউ শুরুর পর গত ১৪ এপ্রিল বাংলাদেশ থেকে সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত করা হয়। দু’সপ্তাহের বেশি বন্ধ থাকার পর ১ মে থেকে ভারত-সহ ১২টি দেশ বাদ দিয়ে পুনরায় আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু হয়। ‘এয়ারবাবল’ চুক্তির আওতায় গত বছর ২৮ অক্টোবর বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রথম ফ্লাইট শুরু হয়। এর আগে, বিমান বাংলাদেশ ২২ অগাস্ট থেকে ভারতে ফ্লাইট পরিষেবা শুরু করতে যাচ্ছে বলে জানা গিয়েছিল। কিন্তু পরে তা বাতিল হয়ে যায়।

ভারত-বাংলাদেশ দুই দেশে প্রতিদিন প্রচুর সংখ্যায় মানুষ যাতায়াত করেন ৷ চিকিৎসার কাজেও বাংলাদেশ থেকে অনেক মানুষই আসেন এ দেশে ৷ তাই দু’দেশের মধ্যে বিমান চলাচল পুনরায় শুরু হওয়ায়, তা অবশ্যই ভালো খবর ৷

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com