1. [email protected] : চলো যাই : cholojaai.net
শিশুবান্ধব সাইক্লিংয়ের নগরী হয়ে উঠছে প্যারিস
বুধবার, ১৬ জুলাই ২০২৫, ০৩:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সস্তায় বিদেশ ভ্রমণ: স্বপ্নকে সত্যি করার বিজ্ঞানসম্মত গাইড ব্রিটেনে ভিসা বদল, বাংলাদেশিদের জন্য কী পরিবর্তন ক্রিপটিক গর্ভাবস্থা – যখন নিজেই জানেন না আপনি গর্ভবতী পর্যটন ভিসায় বিদেশ গিয়ে কাজ করলে কী কী শাস্তি হতে পারে স্পা থেকে সিনেপ্লেক্স , যা যা আছে বিশ্বের সবচেয়ে বিলাসবহুল বিমানবন্দরে তিন বছরে পাঁচ লাখ কর্মী নেবে ইটালি, সুযোগ পেতে পারেন বাংলাদেশিরাও চলতি বছরের প্রথম ছয় মাসে ইইউতে অভিবাসী কমেছে ২০ ভাগ, শীর্ষে বাংলাদেশিরা মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ প্রবেশে শীর্ষে বাংলাদেশ ভারতের এই গ্রামে মেয়েদেরকে কাপড় ছাড়াই থাকতে হয়

শিশুবান্ধব সাইক্লিংয়ের নগরী হয়ে উঠছে প্যারিস

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

আমস্টারডাম ও কোপেনহেগেন বহু বছর ধরেই সাইক্লিং-স্বর্গ বলে পরিচিত। কিন্তু প্যারিসের সাম্প্রতিক অগ্রগতি সবাইকে চমকে দিয়েছে।

গবেষণায় দেখা যায়, শহরের কেন্দ্রস্থলে সাইকেলের ব্যবহার এখন গাড়ির চেয়ে ৭ শতাংশ বেশি।

একসময় যানজট, ধোঁয়া আর ব্যস্ত রাস্তার জন্য সমালোচিত ছিল প্যারিসের পথ। সেই প্যারিসই এখন শিশুদের জন্য ইউরোপের সেরা সাইক্লিংবান্ধব শহর হয়ে উঠেছে।

সম্প্রতি ক্লিন সিটিজ ক্যাম্পেইনের এক গবেষণায় ৩৬টি ইউরোপীয় শহরের মধ্যে প্যারিস পেয়েছে শীর্ষ স্থান। আর এই সাফল্যের পেছনে রয়েছে রাজনৈতিক সদিচ্ছা, ব্যাপক অবকাঠামোগত বিনিয়োগ এবং নগরবাসীর সচেতন অংশগ্রহণ।

২০২৪ সালের অলিম্পিক আয়োজনকে কেন্দ্র করে প্যারিস শহরে নেয়া ‘বাইক-প্ল্যান’। এর আওতায় শহরজুড়ে তৈরি হয়েছে ১৮০ কিলোমিটার নতুন সাইকেল লেন। যেখানে গাড়ির হর্ণ নেই, গতি নেই, কেবল ছুটে চলা চাকার গান, আর মুক্ত বাতাস। অলিম্পিককে ঘিরে শুরু হওয়া সেই পরিবর্তন ছুঁয়েছে প্রতিটি রাস্তা। শুধু তাই নয়, শহরের ৬০ শতাংশ রাস্তার গতিসীমা নামিয়ে আনা হয়েছে ঘণ্টায় ৩০ কিলোমিটারে। আর “স্কুল স্ট্রিটস” নামে উদ্যোগে স্কুলের আশেপাশের রাস্তা নির্দিষ্ট সময়ে গাড়িমুক্ত রাখা হয়।

প্যারিসের পরের অবস্থানে রয়েছে আমস্টারডাম, অ্যান্টওয়ার্প, ব্রাসেলস ও হেলসিঙ্কি। অন্যদিকে, দক্ষিণ ও পূর্ব ইউরোপের শহরগুলো—মার্সেই, রোম, সোফিয়া—এই তালিকায় অনেক পিছিয়ে।

২০২৫ সালে প্যারিসবাসীরা এক গণভোটে ৫০০টি রাস্তা সম্পূর্ণ গাড়িমুক্ত করার পক্ষে ভোট দিয়েছেন। এসব রাস্তায় এখন সাইকেল চলে, শিশুরা খেলাধুলা করে। এক সময় গাড়িময় শহরকে শিশুদের সাইক্লিং-স্বর্গে রূপান্তর করার পেছনে আছে একটি গভীর রাজনৈতিক বার্তা— শহরটি কেবল গাড়ির জন্য নয়, বরং মানুষের জন্য। আর মানুষ মানে শিশু, প্রবীণ, প্রতিবন্ধী, পথচারী—সবাই।”

জলবায়ু সংকট, বায়ুদূষণ এবং যানজটে বিপর্যস্ত নগরজীবনে যখন প্রতিটি নিঃশ্বাস ভারী হয়ে আসে, তখন একটি শিশুর জন্য রাস্তা ধরে নিরাপদে সাইকেল চালিয়ে স্কুলে যাওয়া হয়ে ওঠে এক বিপ্লব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Developed By ThemesBazar.Com