শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৭:১৯ পূর্বাহ্ন

শান্তির দেশ থাইল্যান্ড

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩

Thailand যার নামের মানে শান্তিরদেশ, সৌন্দর্য ও জীবন যাত্রার আকর্ষণে এটি Asia মহাদেশের অন্যতম Most Tourist visitors country।

বাঙালিদের মধ্যে Thailand যাত্রা বর্তমানে খুবই জনপ্রিয় একটি গন্তব্য, এই শান্তির দেশে আপনাকে কিছু নিয়ম অবশ্যই মেনে চলতে হবে।

নইলে আপনার স্বপ্নের বিদেশ ভ্রমণ কিছুটা হলেও বেদনা দায়ক হতে পারে। চলুন জেনে নেয়াজাক থাইল্যান্ড এ কিকি করা অপরাধ।

  • বুদ্ধ Monk দের স্পর্শ করবেন না

থাইল্যান্ডে বুদ্ধ মন্দিরের Monk দের কখনো হাতে বা পায়ে বা গলায় জরিয়ে আলিঙ্গন করবেন না, কারণ তারা খুবই ধার্মিক জীবন যাপন করে।

আপনি যদি তাদের স্পর্শ করেন তাহলে তারা রেগেযেতে পারেন তেমনটা হলে আপনার উপর আইনি পদক্ষেপ পর্যন্ত করা হতেপারে।

আপনি থাইল্যান্ডে Bus কিংবা Train এ যাতায়াত করার সময় খেয়াল করবেন মহিলাদের পাশের খালি আসনে তারা বসেন না। সমস্ত পথ যদি দারিয়ে ও যেতে হয় তাহলেও তারা সাচ্ছন্দ বোধ করেন।

  • থাইল্যান্ডের লোকের মাথায় হাত দেবেন না

আমাদের সমাজে আমরা ছোটদের আদর কিংবা আশীর্বাদে মাথায় হাত বুলিয়ে আশীর্বাদ ও আদোর করি। আপনি জানেন কি থাইল্যান্ডের সমাজে এটি খুবই অশুভ ও হীন কাজ ভাবা হয়।

  • থাইল্যান্ডের (Royal Family) রাজ পরিবারকে অপমান করবেন না

থাইল্যান্ডের royal family বলতে রাজ পরিবারকে খুবই সম্মানিত মানা হয়, তাই আপনি যদি রাস্তায় বা হোটেলে তাদের ছবি বিলবোর্ডে বিজ্ঞাপন দেখেন তাহলে আঙুলের ইশারা করবেন না। এটি রাজার প্রতি আপনার অপমান বোঝায়।

থাইল্যান্ডের টাকা কিংবা পয়সার উপর পাদেবেন না, কিংবা যদি রাস্তায় পরে থাকে তাহলেও পায়ে মারবেন না।

এটি তাদের রাজা ও পরিবারের জন্য অপমান কারণ রাজা ও রাজপরিবারের ছবি তাদের টাকায় আছে এমন করার জন্য আপনাকে নির্ঘাত জেলে যেতে হবে।

  • মন্দিরে যাওয়ার জন্য ফুল ড্রেস পড়ুন

আপনি যদি কোনো মন্দিরে যাওয়ার কথা ভাবেন তাহলে ফুল ড্রেস পরে ববেরোন, হাফ টিশার্ট হাফ প্যান্ট পড়ে সেখানে যাওয়া বারণ।

মহিলারা অবশ্যই Full Skirt পরে বেরোন সাথে যদি সাদা ড্রেস থাকে তাহলে খুবই ভালো নইলে যেকোনো কালার পড়তে পারেন।

অঙুলের ইশারা ভাল না খারাপ ?

থাইল্যান্ডের অঙ্গুলের ইশারা কম ব্যবহার করা উচিত কিংবা না করা ভালো, কারণ কেউ নিশ্চই চাইবেনা তাকে কেউ নিচু ও খারাপ মানুষ ভাবুক।

  • অন্যের দিকে পা তুলে বসা

আপনি যখন bus train কিংবা কোনো resturant এ বসে আছেন নিশ্চিত হোন আপনার পায়ের পাতা সামনের দিকে আছে।

কারণ আপনার পা অন্য কারোর দিকে থাকলে সেই মানুষ টিকে অপমান করা বোঝায় যেটা তার জন্য অশুভ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com