ভারতে যে ঐতিহাসিক শহরগুলি রয়েছে তার প্রায় কোনওটিতেই ফাঁকা জায়গা বড় একটা নেই। প্রাচীন শহর এত পরিকল্পনা মাফিক তৈরি হতনা। এখনকার নগর পরিকল্পনা সে সময় অতটাও মানা হতনা। ফলে শহরগুলি মূলত ঘিঞ্জি হত।
অপরিসর গলি, গায়ে গায়ে লেগে থাকা বাড়ি, চুনসুরকির দেওয়াল, কড়িবরগার ছাদ সবই প্রাচীনত্বের নিদর্শন বহন করছে। তেমনই একটি শহরে গঙ্গার ধারে ১০০ হেক্টর জমি বার করে সেখানে জন্ম নিল একটি নতুন শহর। অবশ্যই তা তৈরি করা হয়েছে পর্যটকদের কথা মাথায় রেখে।
এখানে সার দিয়ে তৈরি করা হয়েছে বাড়ি। সবকটি বাড়িই তৈরি হয়েছে তাঁবুর আকারে। সবই একটি তলা সম্পন্ন। তাঁবুর যেমন হয়।