শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৫:৩১ পূর্বাহ্ন

শরতে হাওরের সৌন্দর্য

  • আপডেট সময় বুধবার, ২৮ আগস্ট, ২০২৪

এখন শরৎকাল। শরৎ মানে নীল আকাশে শুভ্র মেঘের ভেলা। ক্ষণে ক্ষণে রূপ বদলায় শরতের আকাশ। নীল আকাশে সুতা-নাটাইহীন সাদা ঘুড়ির মতো দিনভর উড়ে বেড়ায় মেঘের দল। হাওরপারে শরতের এমন রূপ আরও ভিন্ন, আরও মনোহরা। শরতে হাওরপারের ছবিগুলো গতকাল সোমবার সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বর্ণী, তেলখাল ও বুড়দেও হাওর থেকে তোলা।

বর্ণী হাওরের জলে ভেসে চলেছে নৌকা।
বর্ণী হাওরের জলে ভেসে চলেছে নৌকা।

শরতের নীল আকাশ আর বর্ণী হাওরের জলরাশি মিলেমিশে এক হয়েছে।
শরতের নীল আকাশ আর বর্ণী হাওরের জলরাশি মিলেমিশে এক হয়েছে।

তেলিখাল হাওরের বুক চিরে চলছে নৌকা।
তেলিখাল হাওরের বুক চিরে চলছে নৌকা।

শরতের বিকেলে বর্ণী হাওরের জলে নৌকায় ভেসে মাছ ধরছেন দুজন।
শরতের বিকেলে বর্ণী হাওরের জলে নৌকায় ভেসে মাছ ধরছেন দুজন।

তেলিখাল হাওরের আকাশে উড়ছে চিল।
তেলিখাল হাওরের আকাশে উড়ছে চিল।

তেলিখাল হাওরে নৌকায় করে গন্তব্যে যাচ্ছে মানুষ।
তেলিখাল হাওরে নৌকায় করে গন্তব্যে যাচ্ছে মানুষ।

শরতে বুড়দেও হাওরের সৌন্দর্য।
শরতে বুড়দেও হাওরের সৌন্দর্য।

বুড়দেও হাওরে শরতের পড়ন্ত বিকেল।
বুড়দেও হাওরে শরতের পড়ন্ত বিকেল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com