1. [email protected] : চলো যাই : cholojaai.net
শক্তিশালী পাসপোর্টের তালিকায় নিচের দিকে বাংলাদেশ, শীর্ষে জাপান
বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৪ পূর্বাহ্ন
Uncategorized

শক্তিশালী পাসপোর্টের তালিকায় নিচের দিকে বাংলাদেশ, শীর্ষে জাপান

  • আপডেট সময় বুধবার, ৭ জুলাই, ২০২১

আবারও বিশ্বের সবচেয়ে ‘শক্তিশালী পাসপোর্ট’ হিসেবে শীর্ষস্থান দখল করেছে জাপানি পাসপোর্ট। তাদের স্কোর সর্বোচ্চ ১৯৩। সম্প্রতি এ তালিকা প্রকাশ করেছে হেনলি পাসপোর্ট সূচক। ২০২১ সালের প্রথম ছয় মাসের ভিত্তিতে সমীক্ষা চালিয়েছে তারা। খবর প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম সিএনএন।

প্রতিবেদনে বলা হয়, ২০০৬ সাল থেকে বিশ্বের সবচেয়ে ভ্রমণ-বান্ধব পাসপোর্টের এই তালিকা করে আসছে হেনলি পাসপোর্ট সূচক। জাপানি পাসপোর্টের মাধ্যমে ১৯৩টি দেশে ফ্রি ভিসায় যেতে পারেন ভ্রমণকারীরা। তবে মহামারির কারণে বর্তমানে ৮০টিরও কম গন্তব্যে যেতে পারেন দেশটির নাগরিকরা।

সূচকে ১৯২ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে সিঙ্গাপুর। তৃতীয় স্থানে যৌথভাবে রয়েছে দক্ষিণ কোরিয়া ও জার্মানি। তাদের স্কোর ১৯১। চতুর্থ স্থানে রয়েছে চারটি দেশ। সেগুলো হলো ফিনল্যান্ড, ইতালি, লাক্সেমবার্গ ও স্পেন। পঞ্চম স্থান দখল করেছে অস্ট্রিয়া ও ডেনমার্ক।

No description available.

তালিকায় ৬ষ্ঠ স্থানে রয়েছে ফ্রান্স, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, পর্তুগাল ও সুইডেন। সপ্তম স্থানে সুইজারল্যান্ড, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, বেলজিয়াম, ও নিউজিল্যান্ড। অস্টম স্থানে নরওয়ে, গ্রিস, মাল্টা ও চেক রিপাবলিক। নবম স্থানে কানাডা ও অস্ট্রেলিয়া এবং দশম স্থানে রয়েছে হাঙ্গেরি।

তালিকায় বাংলাদেশের অবস্থান ১০৬তম স্থানে। আর সবার নিচে রয়েছে আফগানিস্তান (১১৬তম)। দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর মধ্যে পাকিস্তানের অবস্থান ১১৩তম, নেপাল ১০৯তম, শ্রীলঙ্কা ১০৫তম, ভারত ৯০তম ও মালদ্বীপ ৬৫তম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Developed By ThemesBazar.Com