শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৪:১৫ পূর্বাহ্ন

লোহিত সাগর তীরে হলিউড তারকাদের ঝলক

  • আপডেট সময় রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪

শুরু হয়েছে সৌদি আরবে রেড সি আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের চতুর্থ আসর।  জেদ্দার প্রাণকেন্দ্র আল-বালাদ শহরের কালচার স্কয়ারে গত ৫ ডিসেম্বর লালগালিচা ও উদ্বোধনী অনুষ্ঠানে দেখা গেছে হলিউড-বলিউডসহ সিনে দুনিয়ার বড় বড় তারকা। তাদের উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠান হয়ে ওঠে আরও প্রাণবন্ত। অনুষ্ঠানের শুরুর দিন নান্দনিক পোশাকে আলো ছড়িয়েছেন তারকারা।

অনলাইন ফিল্ম স্ট্রিমিং পরিষেবা

লালগালিচায় ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ তারকা ভিন ডিজেল। ছবি: সমকাল

‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ তারকা মিশেল রড্রিগেজ। ছবি: সমকাল

উদ্বোধনী মঞ্চে আমেরিকান অভিনেতা ভিন ডিজেল। ছবি: সমকাল

লালগালিচায় অস্কারজয়ী আমেরিকান অভিনেতা উইল স্মিথ। ছবি: সমকাল

অতিথি সারিতে ৫৭ বছর বয়সী ভিন ডিজেল ও ৫৬ বছর বয়সী উইল স্মিথ। ছবি: সমকাল

অস্কারজয়ী মালয়েশিয়ান অভিনেত্রী মিশেল ইয়ো। এবারের আসরে কথোপকথন অধিবেশনে অংশ নেবেন ৬২ বছর বয়সী এই তারকা। ছবি: সমকাল

লালগালিচায় অস্কার মনোনীত ব্রিটিশ অভিনেত্রী এমিলি ব্লান্ট। ছবি: সমকাল

এবারের আসরে অনারিস অ্যাওয়ার্ড পেয়েছেন ৪১ বছর বয়সী এই তারকা। ছবি: সমকাল

অতিথি সারিতে (বাঁ থেকে) রেড সি ফিল্ম ফাউন্ডেশনের চেয়ারওম্যান জমানা আল রশিদ, এমিলি ব্লান্ট, সিনথিয়া এরিভো ও মোনা জাকি। ছবি: সমকাল

অনলাইন ফিল্ম স্ট্রিমিং পরিষেবা

দক্ষিণ কোরিয়ান মডেল-অভিনেত্রী জাং হো-ইয়ান। ছবি: সমকাল

আমেরিকান অভিনেত্রী ইভা লঙ্গোরিয়া। এবারের আসরে কথোপকথন অধিবেশনে অংশ নেবেন ৪৯ বছর বয়সী এই তারকা। ছবি: সমকাল

ব্রিটিশ-আমেরিকান অভিনেত্রী মিনি ড্রাইভার। ছবি: সমকাল

ব্রিটিশ অভিনেত্রী সিনথিয়া এরিভো। তার অভিনীত ‘উইকড’ সম্প্রতি ব্যবসায়িক সাফল্য পেয়েছে। এবারের উৎসবে কথোপকথন অধিবেশনে অংশ নেবেন ৩৭ বছর বয়সী এই তারকা। ছবি: সমকাল

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com