শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১১:৩৭ অপরাহ্ন

লোকসানে বিমান, বাতিল হচ্ছে একের পর এক ফ্লাইট

  • আপডেট সময় মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪

লোকসানের কবলে পড়ে চলতি মাসেই বন্ধ হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জাপানের নারিতা ও যুক্তরাজ্যের ম্যানচেস্টারের একটি করে ফ্লাইট। বিমান কর্তৃপক্ষ বলছে, যাত্রী কম থাকায় বাধ্য হয়েই শীতকালীন সূচিতে সপ্তাহে একটি করে ফ্লাইট কমাতে হচ্ছে। এদিকে ভারতের ভিসা কড়াকড়ির কারণে গেল মাসে বন্ধ হয় কলকাতা ও দিল্লিগামী কিছু ফ্লাইট। সেগুলো পুনরায় চালু হওয়ার সম্ভবনা নেই এখনও। তবে চাহিদা বাড়ায় ঢাকা-টরেন্টো-ঢাকা রুটে বাড়ানো হচ্ছে একটি ফ্লাইট।

ভিসা নিয়ে নয়াদিল্লির কড়াকড়িতে গত মাসেই বন্ধ হয় বিমান বাংলাদেশের ঢাকা টু কলকাতা, দিল্লি ও চেন্নাইগামী প্রায় অর্ধেকের মতো ফ্লাইট। এমন পরিস্থিতির মাঝেই এবার বন্ধ হচ্ছে জাপানের নারিতা ও যুক্তরাজ্যের ম্যানচেস্টার রুটের একটি করে ফ্লাইট।

 বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সবচেয়ে বেশি লোকসানে আছে এই দুটি রুট। বর্তমানে জাপানের নারিতা ও যুক্তরাজ্যের ম্যানচেস্টারে সপ্তাহে তিনটি করে ফ্লাইট চলে। লোকসান কমাতে ৩১ অক্টোবর থেকে অর্থাৎ শীতকালীন সূচিতে সপ্তাহে চলবে কেবল দুটি করে।
 
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম বলেন, যাত্রীসংখ্যা কম থাকায় জাপানের নারিতা রুটে ফ্লাইট সংখ্যা কমানো হয়েছে। তবে এই রুটটি লাভজনক করতে যাচাই-বাছাই করা হচ্ছে।
 
এর আগে লোকসানের কারণে ২০০৬ সালে নারিতা রুটে ফ্লাইট বন্ধ করেছিল বিমান। টানা ১৭ বছর বন্ধ থাকার পর গত বছরের সেপ্টেম্বর থেকে আবারও চালু করা হয়। তবে এবারও যাত্রী খরায় পাওয়া যায়নি আশানুরূপ ফল।
 
এদিকে ভারতের ভিসা কড়াকড়ির কষাঘাতে বন্ধ হওয়া ফ্লাইট চালুর বিষয়ে কোনো আশার আলো দেখছেন না সংশ্লিষ্টরা। বোসরা ইসলাম বলেন, ভারত থেকে বাংলাদেশগামী ফ্লাইটগুলোতে যাত্রী পাওয়া গেলেও, ভারতগামী যাত্রীর সংখ্যা খুবই কম। ভিসা জটিলতা কেটে গেলে পরিস্থিতি বিবেচনায় ফ্লাইট সংখ্যা বাড়ানো হবে।
 
তবে আলো দেখাচ্ছে ঢাকা-টরন্টো রুট। চাহিদা থাকায় এই রুটে আগামী ৩১ অক্টোবর থেকে যোগ হচ্ছে আরেকটি ফ্লাইট। বর্তমানে শনি ও মঙ্গলবারের সঙ্গে বৃহস্পতিবার যুক্ত হচ্ছে নতুন ফ্লাইটটি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com