শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৭:১৪ পূর্বাহ্ন

রেকর্ডসংখ্যক মানুষ কেন নিউজিল্যান্ড ছেড়ে যাচ্ছে

  • আপডেট সময় শনিবার, ১৫ জুন, ২০২৪

নিউজিল্যান্ডের নাগরিকরা রেকর্ড সংখ্যায় দেশ ছেড়ে চলে যাচ্ছেন, বিশেষ করে অস্ট্রেলিয়ার পাড়ি জমাচ্ছেন বলে নতুন এক পরিসংখ্যানে উঠে এসেছে। খবর দ্য গার্ডিয়ানের।

পরিসংখ্যান এনজেড এর আন্তর্জাতিক অভিবাসী সংক্রান্ত তথ্য অনুসারে, এ বছরের এপ্রিল পর্যন্ত আনুমানিক ১ লাখ ৩০ হাজার ৬০০ জন ব্যক্তি নিউজিল্যান্ড ত্যাগ করেছেন যা বছরে সর্বাধিক মানুষের দেশ ছেড়ে চলে যাওয়ার রেকর্ড।

এর মধ্যে ৮১ হাজার ২০০ জন ছিলেন নিউজিল্যান্ডের নাগরিক, যা আগের বছরে দেশটির নাগরিকদের দেশ ছাড়ার তুলনায় এ বছর ৪১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

এই সময়ের মধ্যে নিউজিল্যান্ডের ২৪ হাজার ৮০০ জন নাগরিক ফেরত এসেছেন যার ফলে মোট নাগরিকের গড় মাইগ্রেশন ক্ষতি হয়েছে ৫৬ হাজার ৫০০ যা ২০১২ সালের সর্বোচ্চ মাইগ্রেশন ক্ষতির গড়কেও ছাড়িয়ে গেছে।

এই সময়ের মধ্যে ১ লাখ ৫৪ হাজার ৯০০ জন ব্যক্তি যারা নিউজিল্যান্ড এর নাগরিক নন তারা দেশটিতে প্রবেশ করেছেন। নতুন আগতদের বেশিরভাগ এসেছে ভারত থেকে। তারপর এসেছে ফিলিপাইন ও চীন থেকে।

বুধবার (১২ জুন) পরিসংখ্যান এনজেড অস্ট্রেলিয়ার সাথে অভিবাসন সংক্রান্ত অস্থায়ী ডেটাও প্রকাশ করেছে। ২০২৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত নিউজিল্যান্ডের নাগরিকদের ৫৩ শতাংশ অস্ট্রেলিয়ায় চলে গেছে।

সাম্প্রতিক বছরগুলোতে নিউজিল্যান্ডের অনেক নাগরিক, বিশেষ করে তরুণ পেশাদার এবং স্নাতকরা জীবনযাত্রার উচ্চ ব্যয় এবং চাকরির ঘাটতির কারণে দেশ ছেড়েছেন। নিউজিল্যান্ডের তরুণদের জন্য স্কুল বা উচ্চ শিক্ষা শেষ করার পর বিদেশে যাওয়া একটি সাধারণ ব্যাপার।

পরিসংখ্যান এনজেড নিউজিল্যান্ডবাসীদের কাছ থেকে কেন তারা চলে যাচ্ছে সে সম্পর্কে নির্দিষ্ট ডেটা সংগ্রহ না করলেও এর পেছনে সামগ্রিক প্রবণতা দেখতে পারার কথা জানিয়েছে।

পরিসংখ্যান এনজেড এর পপ্যুলেশন ইন্ডিকেটরস ম্যানেজার তাহসিন ইসলাম বলেন, ‘অন্যান্য দেশের তুলনায় নিউজিল্যান্ডের মানুষদের দেশ ছাড়ার পেছনে প্রধান কারণ অর্থনীতি এবং চাকরি সংকট।’

ইনফোমেট্রিক্স এর প্রধান অর্থনীতিবিদ ব্র্যাড ওলসেন নিউজিল্যান্ডের নাগরিকদের দেশ ছাড়ার পেছনে দুটো প্রধান কারণ শনাক্ত করেছেন। তরুণরা বিদেশের অভিজ্ঞতা অর্জনে দেশ ছাড়ছেন এবং অনেকেই ভালো সুযোগের জন্য স্থায়ীভাবে অস্ট্রেলিয়া চলে যাচ্ছেন।

অস্ট্রেলিয়ায় কাজের বেতন ভালো হওয়ায় এবং কাজের মান ভালো থাকায় নিউজিল্যান্ডের শ্রমিকরাও অস্ট্রেলিয়ায় কাজ করতে আগ্রহী হচ্ছেন।

ওলসেন বলেন, নিউজিল্যান্ডবাসীদের চলে যাওয়া স্বাভাবিক হলেও আবাসনের সামর্থ্য এবং চাকরির সম্ভাবনা নিয়ে চলমান সমস্যায় তারা ফিরে আসার ব্যাপারে আগ্রহ দেখায় না।

এটি নিউজিল্যান্ডের জনসংখ্যার বয়স বাড়ার সাথে সাথে সমস্যা তৈরি করতে পারে এবং উদ্ভাবন ও উৎপাদনশীলতা হ্রাস করতে পারে বলে তিনি মনে করেন।

তিনি বলেন, ‘আমাদের তরুণদের থাকতে হবে এবং অর্থনীতিতে অবদান রাখতে হবে। তরুণ প্রতিভা হারানো সবকিছুই কঠিন করে তোলে।’

ইত্তেফাক

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com