রিভার ট্যুরিজম

নৌপথে ঢাকা-কোলকাতা- ঢাকা পরীক্ষামূলকভাবে জাহাজ চলাচল শুরু হয়েছে ২৯শে মার্চ, ২০১৯ থেকে। নারায়নগঞ্জের পাগলা মেরি এন্ডারসন ভি আই পি জেটি থেকে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্পোরেশনের (বি.আই.ডাবলিউ টি, এ) অত্যাধুনিক জাহাজ এম ভি মধুমতি সন্ধ্যা ৭টায় ভারতের উদ্দেশ্যে ছাড়ে। জাহাজটি বরিশাল মোংলা সুন্দরবন- ভারতের হলদিয়া রুট হয়ে কোলকাতা এবং কোলকাতা থেকে মেসার্স আর ডি বেঙ্গল গঙ্গা ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে।

প্রায় ৭০ বছর পর বাংলাদেশ এবং ভারতের মধ্যে এই ক্রুজশিপ ফের চালু হয়েছে। পরবর্তীতে ভারতের কোলকাতা বোম্বে হয়ে মালদ্বীপ পর্যন্ত যাত্রীবাহি জাহাজ পরিচালনার পরিকল্পনা রয়েছে। মেসার্স এম ভি মধুমতিতে ডেকসহ মোট ৭৫০টি আসন রয়েছে।

ঢাকা-কোলকাতা ভ্রমন ভাড়া নির্ধারন করা হয়েছে

১। ফ্যামিলি স্যুট (২ জনের জন্য)           ১৫০০০/-
২। প্রথম শ্রেনীর কেবিন                       ৫,০০০/-
৩। প্রথম শ্রেনীর ডাবল কেবিন (২সিট)    ৭,০০০/-
৪। ডিলাক্স শ্রেনীর ডাবল কেবিন (২সিট) ১০,০০০/-
৫। ইকোনমি চেয়ার                              ২০০০/-
৬। সুলভ ও ডেক শ্রেনী যাত্রী প্রতি            ১৫০০/-

ভ্রমনের সময় জাহাজ সকালের নাস্তা। দুপুরের খাবার, বিকালের নাস্তা ও রাতের খাবারের ব্যবস্থা আছে।

এই নৌ ভ্রমনটি পরিবারের সবাইকে নিয়ে আপনিও উপভোগ করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: