সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৪ পূর্বাহ্ন

রাশিয়ান ভিসা প্রোসেসিং

  • আপডেট সময় মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩

কনসুলার বিভাগের ঠিকানা:
বাড়ি # এন ই (জে) ১১, রোড # ৮৩, গুলশান-২, ঢাকা-১২১২

কর্ম সময়:

রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৮:০০টা থেকে দুপুর ৬:০০টা (১:০০টা থেকে ৩:০০টা দুপুরের খাবারের সময়)

ছুটির দিন: শুক্রবার ও শনিবার
ফোন নং: (৮৮০২)৯৮৮-৪৮-৪৭, (৮৮০২)৯৮৮-১৬-৮০
ফ্যাক্স: (৮৮০২)৯৮৬-৩২-৮৫
ওয়েব সাইটঃ www.bangladesh.mid.ru
ই-মেইল: [email protected]

বিশেষ অবগতির সময়:
ভিসা বিষয়:
রবিবার: সকাল ৯:৩০ টা থেকে দুপুর ১২:০০টা

কনস্যুলার বিষয়:
সোমবার: সকাল ৯:০০টা থেকে দুপুর ১২:০০টা
মঙ্গলবার: সকাল ৯:০০টা থেকে দুপুর ১২:০০টা

ব্যক্তিগত বিষয়:
বুধবার: সকাল ৯:০০টা থেকে দুপুর ১২:০০টা

ভিসা পেতে নিম্নোক্ত তথ্যাবলী কনস্যুলার বিভাগে দাখিল করতে হবে|

১. ভিসার জন্য একটি দরখাস্ত ফরম পূরণ করতে হবে (যা প্রত্যেকের জন্য প্রযোজ্য) ফরমটি কনস্যুলার বিভাগে পাওয়া যায়| অসম্পূর্ণ ফরম গ্রহণযোগ্য হবেনা| ফরমটি টাইপ অথবা স্পষ্ট অক্ষরে লিখতে হবে|

২. মেয়াদসম্পন্ন পাসপোর্ট এবং ইহার প্রথম ৩ পৃষ্টার ফটোকপি| পাসপোর্ট ভিসা ইস্যু তারিখ থেকে কমপক্ষে ৩ মাস মেয়াদ থাকতে হবে| (ছাত্রদের জন্য কমপক্ষে দেড় বছর)

৩. রাশিয়ান স্বরাষ্ট্র মন্ত্রণালয় অথবা ফেডারাল মাইগ্রেশন সার্ভিসের স্থানীয় শাখা অফিস থেকে প্রাপ্ত আমন্ত্রণ পত্র ও তার ফটোকপি|তাদের মাধ্যমে আমন্ত্রণ পত্র রাশিয়া থেকে ব্যবস্থা করতে হয় যারা (ব্যক্তি, ব্যবসায়িক অংশিদার, শিক্ষা প্রতিষ্ঠান) দরখাস্তকারীকে আমন্ত্রণ করেন| মূল কপি ছাড়া ফটোকপি জমাদান গ্রহণ করা হয়না| যারা পরিদর্শণের উদ্দেশ্যে রাশিয়া ভ্রমণ করতে আগ্রহী আমন্ত্রণ পত্রের পরিবর্তে টুরিষ্ট ভাউচারের মুল কপি ও বিদেশ ভ্রমনকারীর গ্রহণ নিশ্চয়তা যা পেতে পারেন রাশিয়ান টুরিষ্ট কাম্পানী থেকে উহা রাশিয়ান ফেডারেশনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার বিভাগ কর্তৃক নিবন্ধনকৃত|

৪. দরখাস্তকারীর এক কপি পাসপোর্ট সাইজের ছবি| ছবি সাদা-কালো বা রঙ্গিন হতে পারে| বিষয় হচ্ছে কাগজের মান|

৫. বিমানের মূল টিকেট বা সংরক্ষিত আসন নিশ্চয়তার প্রমান প্রত্র ও ইহার কপি সমূহ|

৬. ৩ মাসের বেশী মেয়াদের জন্য যদি কেউ দরখাস্ত করেন, এইচ.আই.ভি পরীক্ষা (এইডস) সনদ সেই সাথে মেডিকেল চেকআপ সার্টিফিকেট ও তার ফটোকপি জমি দিতে হবে|

৭. পরিশোধিত ভিসা ফি| ভিসার ফি নির্ভর করে ভিসার ধরণের উপর এবং তা কনস্যুলার বিভাগের নির্দেশ মোতাবেক ব্যাংক ড্রাফটের মাধ্যমে পরিশোধ করতে হবে|

ভিসা ফি প্রয়োজনীয় তথ্যাবলী জমাদানের দিনে ফি পরিশোধ করতে হবে|
ভিসা ধরনের উপর নির্ভর করে ভিসার ফি ও ইহা� কনস্যুলার বিভাগের নির্দেশক্রমে ব্যাংক ড্রাফটের মাধ্যমে পরিশোধ করতে হবে |

৪দিন থেকে ২০ দিন*
১দিন থেকে ৩ দিন*

একবার প্রবেশ ভিসা
৪২৫০ টাকা
৮৫০০ টাকা

দুইবার প্রবেশ ভিসা
৬৮০০ টাকা
১৩৬০০টাকা

বহুবার প্রবেশ ভিসা
১২৭৫০ টাকা
২৫৫০০ টাকা

একবার ট্রানসিট ভিসা
৪২৫০ টাকা
৮৫০০ টাকা

দুইবার ট্রানসিট ভিসা
৬৮০০ টাকা
১৩৬০০ টাকা

* কর্ম দিবস| ছুটির দিন এবং বন্ধের দিন সম্পৃক্ত নহে|

গুরুত্বপূর্ণঃ

১. দরখাস্তকারীর সাথে একান্ত সাক্ষাতের পরে ভিসা সম্পাদনের চুড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়|

২. ভিসা প্রোসেসিং ফি ফেরতযোগ্য নয় এমনকি যদি তা বাতিলও হয়|

৩. একমাত্র সকল প্রয়োজনীয় উল্লেখিত তথ্যাবলী জমাদান ও ফি পরিশোধের পরে ভিসা প্রসেসিং শুরু হয়| একই দিনে ভিসা প্রসেসিং হতে পারে যদি কৌশলগত কর্ম অনুমোদন ধারা থাকে|

৪. তথ্যাবলী ও পরিশোধযোগ্য অর্থ জমাদান করতে হবে রবিবার এ মঙ্গলবার সকাল ৯:০০টা থেকে সকাল ১২:০০টার মধ্যে | ভিসা প্রদানের সময়ঃ রবিবার ও মঙ্গলবার সকাল ৯:০০টা থেকে দুপুর ১:০০টা পর্যন্ত| শুক্রবার ও শনিবার বন্ধ|

৫. ভিসার কোনো ভুলের জন্য দূতাবাসের কনস্যুলার বিভাগ দায়ী নহে যা বাংলাদেশ থেকে প্রস্থানের পূর্বে দৃষ্টি আকর্ষণে আনা হয় নাই|

৬. ভিসা পরিবর্তন বা পরিবর্ধন করা হয়না| যদি ভিসা সম্পাদনের পরে ভ্রমনের পরিকল্পনা পরিবর্তন করা হয় তা হলে দরখাস্তকারীকে অবশ্যই নতুন ভিসার জন্য আবেদন করতে হবে|

৭. পূর্ব অবগতি ছাড়াই প্রোসেসিংএর সময়, চাহিদা ও ফিস পরিবর্তন হতে পারে|

নোটিশঃ
সকল প্রয়োজনীয় তথ্যাবলী জমাদানের পরে ভিসা প্রোসেসিং শুরু হয় নোটিশ ছাড়াই প্রোসেসিংএর সময়, চাহিদা ও ফিস পরিবর্তন হতে পারে|

দূতাবাস উল্লেখিত তথ্যাবলীর পাশাপাশি অন্যান্য তথ্যাবলী প্রাপ্তির অধিকার সংরক্ষন করে| সম্ভাব্য ভুলের জন্য অনুগ্রহ পূর্বক ভিসা প্রাপ্তির পরেই ভাল করে দেখে নিন (নাম, লিঙ্গ, পাসপোর্ট নং, জন্ম তারিখ, মেয়াদের শর্ত ইত্যাদি) এবং যদি ভুল সংশোধন করার প্রয়োজন হয়, তা হলে যথাশিগ্গির কনস্যুলার বিভাগে ফেরত দিন|

বাংলাদেশ থেকে প্রস্থানের পূর্বে কোন ভুল সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করা না হলে কনস্যুলার বিভাগ কোন দায় ভার বহন করবেনা|
ভিসা সম্পাদনের ব্যপারে দূতাবাস কর্তৃক চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়|

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com