1. [email protected] : চলো যাই : cholojaai.net
রাজনৈতিক বিতর্ক ও ইইউতে অনিয়মিত অভিবাসনের বিপরীত চিত্র
মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ০৪:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঘুরতে গেলেও হতে পারে ত্বকের ক্যানসার অ্যাপে টিকিট কাটলে ১০ শতাংশ ছাড় জাজিরা এয়ারওয়েজে চাঁদে যাচ্ছেন প্রথম বাংলাদেশি নারী ভারতের যেসব জায়গায় গ্রীষ্মেও দেখা মেলে তুষারপাত আবুধাবি বিমানবন্দর হয়ে ভ্রমণ? দেরি ও বাতিলের আশঙ্কায় কর্তৃপক্ষের সতর্কবার্তা ট্রানজিট যাত্রীরাও ক্ষতিগ্রস্ত? আঞ্চলিক উত্তেজনায় এমিরেটস ফ্লাইট বাতিলের মেয়াদ বাড়াল এয়ার ইন্ডিয়া ট্র্যাজেডি : স্ত্রীর শেষ বিদায়ের পর নিজেই হারিয়ে গেলেন দূর আকাশে নাগরিকত্ব পেতে ৫ মিলিয়ন ডলারের ‘গোল্ড কার্ড’, ওয়েবসাইট চালু করলেন ট্রাম্প সিলেটে প্রত্যাশার চেয়ে পর্যটক কম, ৫০ শতাংশ হোটেল-মোটেলই খালি ভিয়েতনামের জনপ্রিয় দ্বীপ ফুঁককে এ বছরের প্রথম পাঁচ মাসে ৭ লাখ ৭৫ হাজারের বেশি বিদেশি পর্যটক

রাজনৈতিক বিতর্ক ও ইইউতে অনিয়মিত অভিবাসনের বিপরীত চিত্র

  • আপডেট সময় বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪

বছরের প্রথম আট মাসে ইউরোপীয় ইয়নিয়নের বিভিন্ন দেশে অভিবাসীদের অননুমোদিত প্রবেশ উল্লেখযোগ্য হারে কমেছে৷ তবে স্প্যানিশ দ্বীপপুঞ্জ ও গ্রিসের চিত্র ভিন্ন৷

অনিয়মিত অভিবাসন নিয়ে উত্তপ্ত ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর রাজনীতি৷ বিভিন্ন স্থানে অভিবাসনবিরোধী সহিংসতার ঘটনা যেমন ঘটছে, তেমনি অভিবাসনবিরোধী মনোভাবকে কাজে লাগিয়ে নির্বাচনে জয় পাচ্ছে অতি-ডানপন্থি দলগুলো৷

জুনে ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচনে অনিয়মিত অভিবাসন ইস্যু প্রাধান্য বিস্তার করেছে৷ জার্মানিতে সাম্প্রতিক একাধিক রাজ্য নির্বাচনেও অভিবাসন ইস্যু কেন্দ্রে উঠে এসেছে, যাকে সঙ্গী করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে প্রথমবারের মতো সাফল্য পেয়েছে একটি অতি-ডানপন্থি দল৷ উগ্রবাদীদের হামলার পর সীমান্তে নিরাপত্তা বাড়ানোর ঘোষণা দিয়েছে দেশটির সরকার

পরিসংখ্যান কী বলে?

অভিবাসনবিরোধী বিতর্কে যখন দেশগুলোর পার্লামেন্ট উত্তপ্ত তখন ভিন্নচিত্র দেখা যাচ্ছে জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা আইওএম-এর পরিসংখ্যানে৷ জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত বছরের আট মাসে ইইউ’র দক্ষিণ সীমান্তে অনিয়মিত অভিবাসন ৩৫ শতাংশ কমেছে৷

এই সময়ে এক লাখ ১৫ হাজার অভিবাসী অনিয়মিত ভাবে ভূমধ্যসাগর ও আটলান্টিক পাড়ি দিয়ে ইইউ দেশগুলোতে প্রবেশ করেছে৷ গত বছর একই সময়ে সংখ্যাটি ছিল এক লাখ ৭৬ হাজার ২৫২ জন৷ শুধু ২০১৫ সালেই যেখানে যুদ্ধ বিধ্বস্ত সিরিয়া থেকে ১০ লাখের বেশি মানুষ এসেছিলেন ইইউতে৷

বাস্তবতা ও বিতর্কের ফারাক

ইউরোপীয় ইউনিয়নের বহিঃসীমান্তরক্ষী বাহিনী ফ্রন্টেক্সের পরিসংখ্যানেও একই চিত্র পাওয়া যাচ্ছে৷ তাদের হিসাবে দক্ষিণ সীমান্তে অনুমতিবিহীন পারাপার চলতি বছর ৩৯ শতাংশ বেড়েছে৷

আইওএম এর একজন মুখপাত্র ফ্লাভিও দি গিয়াকোমো বার্তা সংস্থা এপিকে বলেছেন, ‘‘চলতি বছর সংখ্যার হিসাবে পরিস্থিতি নেই, এমনকি গত বছরও ছিল না৷’’

মাইগ্রেশন পলিসি ইনস্টিটিউট নামের একটি অলাভজনক সংস্থার সহযোগী পরিচালক ক্যামিলে লে কজও মনে করেন পরিসংখ্যানের সাথে ইইউর রাজনৈতিক বিতর্কের মিল নেই৷ তিনি বলেন,

পরিস্থিতির বিবেচনায় ইউরোপে জলবায়ু পরিবর্তন মোকাবিলাসহ আরো যেসব ইস্যু আছে তার তুলনায় অনিয়মিত অভিবাসনের উপর অনেক বেশি মনোযোগ আরোপ করা হচ্ছে৷

৬৪ শতাংশ কমেছে ভূমধ্যসাগর পাড়ি 

উত্তর আফ্রিকা থেকে যাত্রা করে সেন্ট্রাল ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইটালিতে পৌঁছানোর রুটটি ইউরোপীয় ইউনিয়নের অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত৷ আইওএম ও ফ্রন্টেক্সের পরিসংখ্যান থেকে দেখা যায় চলতি বছর আগস্ট পর্যন্ত এই রুটে তার আগের বছরের একই সময়ের চেয়ে ৬৪ শতাংশ কম মানুষ ইইউতে প্রবেশ করেছেন৷

ইইউ-র সহায়তায় টিউনিশিয়া ও লিবিয়াতে অভিবাসীদের বিরুদ্ধে নেয়া কঠোর ব্যবস্থা এর কারণ বলে মনে করছেন বিশ্লেষকরা৷ সাম্প্রতিক সময়ে অনেক অভিবাসনপ্রত্যাশী এই দেশগুলোর মরুভূমি অঞ্চলে অমানবিক পরিস্থিতিতে আটকা পড়েছেন৷

বেড়েছে পূর্ব ভূমধ্যসাগর ও আটলান্টিক পাড়ি

পূর্ব ভূমধ্যসাগর হয়ে ইউরোপীয় ইউনিয়নে প্রবেশের রুটটি অভিবাসী পাড়ি দেয়ার সংখ্যার দিক থেকে দ্বিতীয়৷ তুর্কি কর্তৃপক্ষের নিয়ন্ত্রণ এড়াতে মানবপাচারকারী নেটওয়ার্কগুলো এই পথে তুরস্কের উপকূল থেকে দূরে সরে যাচ্ছে বলে জানিয়েছে গ্রিক কর্তৃপক্ষ৷

জাতিসংঘের হিসাবে বছরের প্রথম আট মাসে সমুদ্র ও স্থলপথে গ্রিসে আগত অভিবাসীদের সংখ্যা ৫৭ শতাশ বেড়েছে৷

পশ্চিম আফ্রিকা থেকে আটলান্টিক পাড়ি দিয়ে ক্যানারি দ্বীপপুঞ্জের রুটটি অভিবাসীদের আগমনের দিক থেকে তৃতীয় অবস্থানে রয়েছে৷ এই পথে আগমন দ্বিগুণ বেড়েছে৷ ৩১ আগস্ট পর্যন্ত মালি, সেনেগাল ও পশ্চিম আফ্রিকার বিভিন্ন দেশ থেকে সাড়ে ২৫ হাজারের বেশি অভিবাসী ক্যানারির দ্বীপগুলোতে পৌঁছেছেন৷

আটলান্টিকে নিখোঁজ অসংখ্য

আটলান্টিকে তীব্র বাতাস ও শক্তিশালী ঢেউ পাড়ি দিতে গিয়ে অসংখ্য অভিবাসী নিখোঁজ হন৷ চলতি বছর ক্যারিবীয় দ্বীপ ও ব্রাজিলের উপকূলে পর্যন্ত মালি, মৌরিতানিয়া ও সেনেগালের অভিবাসীদের মরদেহ বহনকারী নৌকার খোঁজ মিলেছে৷

কত সংখ্যক মানুষ এই পথে নিখোঁজ হয়েছেন তার প্রকৃত সংখ্যা জানা কঠিন৷ তবে স্প্যানিশ অভিবাসী অধিকার সংস্থার ওয়াকিং বর্ডার্স চার হাজার জনের বেশি মৃত্যু বা নিখোঁজের একটি সংখ্যা জানিয়েছে৷

ক্যানারিতে পৌঁছানোর পর অভিবাসীরা চাকরি ও নিরাপত্তার জন্য স্পেনের মূল ভূখণ্ড এবং আরো উত্তরের দেশগুলোতে যাওয়ার চেষ্টা করে৷ কিন্তু অভিভাবকবিহীন অপ্রাপ্তবয়স্কদের পক্ষে তা সম্ভব হয় না৷ স্প্যানিশ আইন অনুযায়ী তাদেরকে স্থানীয় সরকারের এই বিষয়ক সংস্থার অধীনে থাকতে হয়৷

তবে এই অভিবাসন থামানোর জন্য সম্প্রতি পশ্চিম আফ্রিকার তিনটি দেশে গিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ

সেনেগালের মানুষদের জন্য স্পেনে সাময়িক কাজের সুযোগ ও নিজ দেশে তাদের প্রশিক্ষণের ব্যবস্থার জন্য দেশটির প্রেসিডেন্টের সাথে একটি চুক্তিও করেছেন তিনি৷ সেই সঙ্গে দুই দেশের পুলিশের মধ্যে সহযোগিতা বাড়ানোর সমঝোতা হয়েছে৷

‘জাদুকরী কোনো সমাধান নেই’

অভিবাসনবিরোধী প্রচার সত্ত্বেও বিশেষজ্ঞরা ইউরোপীয় দেশগুলোর জন্য অভিবাসী কর্মীদের গুরুত্বের কথা বলে আসছেন৷ বয়স্ক জনসংখ্যা বৃদ্ধি, জন্মহার হ্রাস এবং কর্মী সংকটের মধ্যে সামনের দিনে অবসরকালীন সুবিধা ও অর্থনৈতিক অগ্রগতি ধরে রাখতে বিভিন্ন দেশে অভিবাসী কর্মী প্রয়োজন৷

অন্যদিকে আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও এশিয়ার বিভিন্ন দেশে অস্থিতিশীলতা ও সংঘাত বেড়ে চলার কারণে অনিয়মিত অভিবাসনের প্রবণতাও থামছে না৷ লে কজের মতে, ‘‘এর কোন জাদুকরী সমাধান নেই৷’’ তিনি মনে করেন অননুমোদিত প্রবেশ ঠেকানোর জন্য দীর্ঘমেয়াদী উদ্যোগ নেয়া হলেও অভিবাসীদের সাময়িক কাজের ব্যবস্থাসহ বিভিন্ন প্রয়োজনীয় উদ্যোগের ঘাটতি আছে৷ এক্ষেত্রে বেসরকারি খাতকে আরো সম্পৃক্ত করার পরামর্শ তার৷

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Developed By ThemesBazar.Com