মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৯:৫৮ পূর্বাহ্ন

রমজানে ভিক্ষুকবিরোধী অভিযান শুরু

  • আপডেট সময় শুক্রবার, ৭ মার্চ, ২০২৫

পবিত্র রমজানে ভিক্ষাবৃত্তি রোধে অভিযান শুরু করেছে দুবাইয়ের পুলিশ। শুক্রবার থেকেই শুরু হয়েছে এ অভিযান। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মতো আমিরাতেও রোজা শুরু হয়েছে ১ মার্চ থেকে। পুরো রমজান মাসজুড়ে চলবে এ অভিযান।

বিশ্বের শীর্ষ ধনীদের অন্যতম গন্তব্যস্থল দুবাইয়ে আগেও ভিক্ষুক ছিল, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে বেশ বৃদ্ধি পেয়েছে ভিক্ষুকদের সংখ্যা। এই ভিক্ষুকদের একটি বড় অংশ পাকিস্তানি। রমজান মাসে দুবাইয়ে ভিক্ষুকদের তৎপরতা বেড়ে যায়।

পুলিশের তথ্য অনুসারে, শিশু ও বয়স্কদের অসহায় হিসেবে প্রদর্শন করা, শারীরিক অক্ষমতাতে প্রদর্শন করা সহানুভূতি অর্জনের চেষ্টা, অসুস্থতা বা আহত হওয়ার ভান করা, মসজিদ নির্মাণের ভুয়া তথ্য প্রচার করে তহবিল গঠনের চেষ্টাসহ বিভিন্ন কৌশল অবলম্বন করে এই ভিক্ষুকরা।

মধ্যপ্রাচ্যেরর উন্নত দেশগুলোতে ভিক্ষাবৃত্তি রীতিমতো শাস্তিযোগ্য অপরাধ।

ভিক্ষাকে নিরুৎসাহিত করতে দুবাইয়ে প্রথম ভিক্ষুকবিরোধী অভিযান হয়েছিল ২০১৯ সালের রমজান মাসে। তারপর থেকে প্রতি বছর রমজানে পরিচালিত হচ্ছে অভিযান। দুবাই পুলিশের তথ্য অনুসারে, গত পাঁচ বছরের অভিযানে দুবাইয়ে গ্রেপ্তার করা হয়েছে ২০৮৫ জন ভিক্ষুককে। এর মধ্যে গত বছর রমজান মাসে দুবাইয়ে গ্রেপ্তার হয়েছিলেন ৩৮৪ জন ভিক্ষুক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com