বিশ্বের কিছু কিছু দেশ আছে যেসব দেশে ভ্রমণের জন্য আগে থেকে ভিসা নিতে হয় না। ওই দেশে গিয়েই অন অ্যারাইভাল ভিসা মেলে। শুধুমাত্র পাসপোর্ট থাকলেই হবে। জানুন বিশ্বের যে পাঁচটি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারবেন।
কম্বোডিয়া: কম্পোডিয়া ভ্রমণ করতে আগে থেকেই ভিসা সংগ্রহ করতে হয় না। সে দেশে গিয়েই অন অ্যারাইভাল ভিসা পাওয়া যায়। ওই দেশের বিমানবন্দরে গিয়ে পাসপোর্ট, ছবি, বিমানের টিকিট দেখালেই ভিসা দিয়ে দেয়। পর্যটকদের ৩০ দিনের জন্য অন অ্যারাইভাল ভিসা দেয় কম্পোডিয়া।
ইন্দোনেশিয়া: কম্বোডিয়ার মতো ইন্দোনেশিয়াতেও অন অ্যারাইভাল ভিসা পাওয়া যায়। অর্থাৎ আগে থেকেই ভিসা নেয়া লাগে না। ইন্দোনেশিয়াও ৩০ দিনের জন্য পর্যটকদের অন অ্যারাইভাল ভিসা দেয়। এইজন্যও বিমানবন্দরে পাসপোর্ট, ফটো , প্লেনের ফেরার টিকিটের প্রমাণপত্র দেখাতে হবে।
মালদ্বীপ: মালদ্বীপ ভ্রমণ করতে আগে থেকেই ভিসা নেওয়া লাগে না। পাসপোর্ট থাকলেই ভ্রমণ করা যায়। অবশ্য ওই দেশের বিমানবন্দরে গিয়ে অন অ্যারাইভ্যাল ভিসা নিতে হয়।
থাইল্যান্ড: থাইল্যান্ডও পর্যটকদের অন অ্যারাইভ্যাল ভিসা দেয়। এই দেশ সাধারণত ৩০ দিনের ভিসা দেয়। এজন্য পাসপোর্ট এবং বিমান টিকিট দেখাতে হবে।
শ্রীলঙ্কা: এই দেশও অন অ্যারাইভাল ভিসা দেয়। পর্যটকরা ৩০ দিনের ভিসা পান। এজন্য প্রমাণপত্র হিসেবে পাসপোর্ট, নিজের ফটো এবং ফিরে যাওয়ার প্লেনের টিকিট দেখাতে হয়।