সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৬:১৮ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্র থেকে ৩০ মিনিটে ভারত, ৩৯ মিনিটে যাওয়া যাবে চীন

  • আপডেট সময় রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

পরবর্তী প্রজন্মের রকেটের ‘সফল’ পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে ইলন মাস্কের স্পেসএক্স। সংস্থাটির দাবি, এই প্রকল্প বাস্তবায়িত হলে ক‍্যালিফোর্নিয়া থেকে ভারতে যেতে সময় লাগবে মাত্র ৩০ মিনিট। আর সাংহাই যেতে লাগবে মাত্র ৩৯ মিনিট!

স্থানীয় সময় মঙ্গলবার (১৯ নভেম্বর) যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ব্রাউনসভিলের বোকা চিকা লঞ্চপ্যাড থেকে পরবর্তী প্রজন্মের স্টারশিপ রকেটের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে ধনকুবের ইলন মাস্কের স্পেসএক্স। যদিও কারিগরি সীমাবদ্ধতার কারণে উৎক্ষেপণ করা রকেট পুনরায় লঞ্চপ্যাডে ফিরিয়ে আনা সম্ভব হয়নি।

 ষষ্ঠ স্টারশিপ রকেটের পরীক্ষামূলক উৎক্ষেপণের সময় উপস্থিত ছিলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাথে ছিলেন ইলন মাস্ক। একসঙ্গে উৎক্ষেপণ দেখেন দুজন। প্রায় এক দশক আগেই স্পেসএক্স-এর এই স্টারশিপ রকেট তৈরির প্রস্তাব দেন ইলন মাস্ক। 
 
সদ্য সমাপ্ত মার্কিন নির্বাচনে ট্রাম্প দ্বিতীয়বার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় তার এই স্বপ্ন এখন বাস্তবায়িত হবে বলে আশা করছেন মার্কিন ধনকুবের। 
 
স্পেসএক্স বলছে, এ প্রকল্প বাস্তবায়িত হলে লস অ্যাঞ্জেলেস থেকে টরন্টো যেতে ২৪ মিনিট, লন্ডন থেকে নিউইয়র্ক যেতে ২৯ মিনিট, সান ফ্রান্সিসকো থেকে নয়াদিল্লি যেতে ৩০ মিনিট এবং নিউইয়র্ক থেকে সাংহাই যেতে সময় লাগবে মাত্র ৩৯ মিনিট। 
 
তবে এজন্য ভ্রমণকারীদের খরচ করতে হবে মোটা অঙ্কের অর্থ। বলা হচ্ছে, স্টারশিপ প্রতিবার এক হাজারের বেশি যাত্রী বহন করতে পারবে। আর সেটি আকাশ ফুঁড়ে অন্ধকার মহাকাশে নয়, কক্ষপথ দিয়ে পৃথিবীর সমান্তরালে উড়ে যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com