শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১১:৪৩ পূর্বাহ্ন
Uncategorized

যুক্তরাষ্ট্রে শিক্ষক ও শিক্ষার্থীদের স্কুলে মাস্ক পরার প্রয়োজন নেই

  • আপডেট সময় সোমবার, ১২ জুলাই, ২০২১

মার্কিন যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের টিকা নেওয়া শিক্ষক ও শিক্ষার্থীদের আর স্কুলে মাস্ক পরার প্রয়োজন নেই। এ নির্দেশনা দিয়েছে দেশটির রোগনিয়ন্ত্রণ–বিষয়ক সংস্থা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)। গত শুক্রবারের এ নির্দেশিকায় টিকা নেওয়ার পর কী কী নিয়ম মেনে চলতে হবে, তাও বলা হয়েছে।

যুক্তরাষ্ট্রে ইতিমধ্যেই ১২ বছর এবং তার বেশি বয়সী শিশু–কিশোরদের করোনা টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। চলছে পুরোদমে প্রচারও। সেই আবহে নতুন নির্দেশিকা প্রকাশ করে সিডিসি জানিয়েছে, যেসব শিক্ষার্থী ও শিক্ষকের কোভিড-১৯ টিকা নেওয়ার কাজ শেষ হয়েছে, তাঁদের আর স্কুল চত্বরে মাস্ক পরার প্রয়োজন নেই। তবে সামাজিক দূরত্ব মেনে চলতে হবে।

সিডিসির টাস্কফোর্সের প্রধান ইরিন সোবার স্ক্যাজ করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্য হারে কমার কথা জানিয়ে বলেছেন, ‘অতিমারি পরিস্থিতি এক নতুন সন্ধিক্ষণে এসে পৌঁছেছে। তাই এ–সংক্রান্ত নির্দেশিকা পরিবর্তন করেছি।’ তবে কীভাবে টিকা নেওয়া এবং না–নেওয়া শিশুদের চিহ্নিত করে পৃথকভাবে নিয়ন্ত্রণ করতে হবে, সে বিষয়েও কিছু বলা হয়নি।

গত এপ্রিলে সিডিসির কোভিড নির্দেশিকায় বলা হয়েছিল, যত দিন না দেশের ৭০ থেকে ৮৫ শতাংশ মানুষের টিকাকরণ না হচ্ছে, ‘হার্ড ইমিউনিটি’ অর্জিত না হচ্ছে, তত দিন মাস্ক পরার মতো সাবধানতা অবলম্বন করতে হবে। এরপর আরেকটি নির্দেশিকায় বলা হয়, যাঁদের দুটি টিকা নেওয়া আছে, তাঁদের রাস্তায় আর মাস্ক পরতে হবে না।

তথ্যসূত্র: ইইউএসএ টুডে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com