শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৪:০০ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রে পড়ার বৃত্তি সুসি, সঙ্গে ভ্রমণের সুযোগ

  • আপডেট সময় রবিবার, ৩ নভেম্বর, ২০২৪

ইউনাইটেড স্টেটস ইনস্টিটিউট–এর সুসি প্রোগ্রাম শিক্ষার্থীদের জন্য একটি প্রোগ্রাম। যুক্তরাষ্ট্রে ২০২৫ শিক্ষাবর্ষে পড়তে আগ্রহীদের কাছ থেকে আবেদন গ্রহণ করার ঘোষণা দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।

ঢাকার মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে এ সংক্রান্ত খবরে বলা হয়েছে, এ প্রোগ্রাম প্রতিষ্ঠানের পাঠক্রমকে জোরদার করতে এবং যুক্তরাষ্ট্রের সমাজ, সংস্কৃতি ও মূল্যবোধ সম্পর্কে বোঝাপড়াকে আরও গভীর করতে কার্যক্রমটি অধ্যয়ন ও দক্ষতা অর্জনের এক অনন্য সুযোগ এনে দেবে। এ বছরের প্রোগ্রাম হলো ‘গ্লোবাল স্টুডেন্ট লিডারস অন ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট’। এ প্রোগ্রামের সম্ভাব্য তারিখ আগামী বছরের ২৪ জুন থেকে ২৬ জুলাই। প্রোগ্রামে ছয় সপ্তাহের মধ্যে চার সপ্তাহ কোনো বিশ্ববিদ্যালয় থেকে পাঠ নিতে হবে। বাকি দুই সপ্তাহ যুক্তরাষ্ট্রের নানা অঞ্চলে স্টাডি ট্যুরের সুযোগ রয়েছে।

আবেদনের যোগ্যতা

• বাংলাদেশের নাগরিক হতে হবে এবং একটি বাংলাদেশি পাসপোর্ট থাকতে হবে;

• জলবায়ু–সংক্রান্ত বিষয়ে আগ্রহ থাকতে হবে;

• ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে;

• বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে;

• আবেদনের সময় স্নাতক অধ্যয়নের প্রথম, দ্বিতীয় বা তৃতীয় বর্ষে থাকতে হবে;

• এ প্রোগ্রাম শেষ হওয়ার পর বাংলাদেশে তাঁদের নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে ফিরে যেতে হবে;

• যুক্তরাষ্ট্র সম্পর্কে জানার আগ্রহ থাকতে হবে;

• একাডেমিক কৃতিত্ব থাকতে হবে, যেমন ভালো গ্রেড, পুরস্কার ও শিক্ষকের সুপারিশ;

• পাঠ্যক্রমবহির্ভূত বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমে অংশগ্রহণের অভিজ্ঞতা থাকতে হবে;

• যুক্তরাষ্ট্রের নাগরিক বা স্থায়ী অধিবাসী হলে আবেদন করা যাবে না;

• বিভিন্ন সংস্কৃতির সঙ্গে মেশার আগ্রহ থাকতে হবে।

সুসি প্রোগ্রামের সম্ভাব্য তারিখ আগামী বছরের ২৪ জুন থেকে ২৬ জুলাই। প্রোগ্রামে ছয় সপ্তাহের মধ্যে চার সপ্তাহ কোনো বিশ্ববিদ্যালয় থেকে পাঠ নিতে হবে
সুসি প্রোগ্রামের সম্ভাব্য তারিখ আগামী বছরের ২৪ জুন থেকে ২৬ জুলাই। প্রোগ্রামে ছয় সপ্তাহের মধ্যে চার সপ্তাহ কোনো বিশ্ববিদ্যালয় থেকে পাঠ নিতে হবেছবি: ঢাকায় মার্কিন দূতাবাসের ওয়েবসাইট থেকে নেওয়া

আবেদন যেভাবে

ঢাকার মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে দেওয়া লিংকে নির্ধারিত ফরম পূরণ করে আবেদন করতে হবে। ইউনাইটেড স্টেটস ইনস্টিটিউট স্কলারস প্রোগ্রামের বিস্তারিত তথ্য এই লিংক থেকে জেনে নিতে হবে। প্রোগ্রামবিষয়ক যেকোনো তথ্যের জন্য [email protected] ঠিকানায় ই-মেইলে যোগাযোগ করা যাবে।

ইউনাইটেড স্টেটস ইনস্টিটিউট স্কলারস প্রোগ্রামে অংশগ্রহণকারীরা
ইউনাইটেড স্টেটস ইনস্টিটিউট স্কলারস প্রোগ্রামে অংশগ্রহণকারীরাছবি: ঢাকায় মার্কিন দূতাবাসের ওয়েবসাইট থেকে নেওয়া

আবেদন শেষ কবে

আবেদনের শেষ দিন আগামী ১৪ নভেম্বর। ওই দিন বিকেল সাড়ে ৪টা পর্যন্ত আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা। আবেদনের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্রও জমা দিতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com