বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৬:০০ পূর্বাহ্ন

যুক্তরাজ্যে জনসংখ্যা বৃদ্ধির হার ৭৫ বছরে সর্বোচ্চ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

রেকর্ড হারে অভিবাসনের ফলে যুক্তরাজ্যের জনসংখ্যা গত বছর ছয় লাখেরও বেশি বেড়েছে৷ সরকারি তথ্য বলছে, গেল ৭৫ বছরে জনসংখ্যা বৃদ্ধির বার্ষিক হার কখনো এতটা হয়নি৷

সোমবার প্রকাশিত উপাত্ত অনুযায়ী, ২০২৩ সালের মাঝামাঝি পর্যন্ত ইংল্যান্ড ওয়েলসের জনসংখ্যায় নতুন ছয় লাখ ১০ হাজার মানুষ যুক্ত হয়েছেন৷ এতে মোট জনসংখ্যা দাঁড়িয়েছে ছয় কোটি নয় লাখে৷

তবে এই জনসংখ্যায় ‘প্রাকৃতিকভাবে’, অর্থাৎ জন্ম ও মৃত্যুর ব্যবধানের কারণে যুক্ত হয়েছেন মাত্র ৪০০ জন৷ অথচ ১২ মাসে অভিবাসীর সংখ্যা ছিল ছয় লাখ ২২ হাজার৷ তার আগের বছর অভিবাসীর সংখ্যা ছিল সাড়ে পাঁচ লাখের মতো৷

এছাড়া ইংল্যান্ড ও ওয়েলেস থেকে স্কটল্যান্ড ও নর্দার্ন আয়ারল্যান্ডে গিয়েছেন ১৩ হাজার ৮০০ জন৷

ব্রিটিশ পরিসংখ্যান দপ্তর বলছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৮ সালে অসংখ্য শিশু জন্ম নেয়ায় এবং যুদ্ধফেরত ব্রিটিশ মিলিটারি সদস্যদের কারণে তখন জনসংখ্যা প্রায় ১৫ লাখ বেড়ে যায়৷ এরপর এ যাবৎকালের সবচেয়ে বেশি জনসংখ্যা বৃদ্ধি হলো গত  বছর৷

তবে জনসংখ্যার অনুপাতে অর্থনীতি বড় হয়নি৷ ২০২৩ সালে মাথাপিছু জিডিপির ঋণাত্মক প্রবৃদ্ধি হয়েছে ০.৭%৷

ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বের হয়ে যাবার একটি অন্যতম কারণ ছিল অভিবাসন কমানো, যা আদতে কাজ করেনি বলেই উপাত্ত বলছে৷

ব্রিটেনের সদ্য বিদায়ী কনজারভেটিভ সরকারের লক্ষ্য ছিল অভিবাসন হ্রাস করা৷ বর্তমান প্রধানমন্ত্রী লেবার পার্টির কেইর স্টারমারও বলেছেন, তিনি বিদেশি শ্রমিকদের ওপর অর্থনীতির নির্ভরশীলতা কমাবেন৷

ব্রেক্সিটের পর ভিসা নিয়মে পরিবর্তনের কারণে ইইউ থেকে যুক্তরাজ্যে অভিবাসন কমেছে৷ তবে নতুন ওয়ার্ক ভিসার কারণে ভারত, নাইজেরিয়া ও পাকিস্তান থেকে অভিবাসন বেড়েছে, বিশেষ করে স্বাস্থ্য ও সেবা খাতে৷

গত বছরের শেষে সরকার অল্প বেতনের সমাজসেবা কর্মীদের জন্য বাইরে থেকে নিজেদের পরিবারের সদস্যদের যুক্তরাজ্যে আনার ব্যাপারে কড়াকড়ি করেছে৷

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com