1. [email protected] : চলো যাই : cholojaai.net
মেয়েকে বাঁচাতে প্রমোদতরী থেকে সমুদ্রে ঝাঁপিয়ে পড়লেন বাবা
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ০২:০৯ অপরাহ্ন

মেয়েকে বাঁচাতে প্রমোদতরী থেকে সমুদ্রে ঝাঁপিয়ে পড়লেন বাবা

  • আপডেট সময় বুধবার, ২ জুলাই, ২০২৫

১৪তলা ডেক বিশিষ্ট ডিসনে ক্রুস শিপের ৪ তলা থেকে মেয়ে পড়ে যাওয়ায় তাকে বাঁচাতে সমুদ্রে ঝাঁপিয়ে পড়েন বাবা। গত রোববার বিকালে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মেয়েকে বাঁচাতে বাবা প্রমোদতরী থেকে সমুদ্রে ঝাঁপ দেন। খবর বিবিসি বাংলা।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, ওই বাবা ও মেয়েকে যখন সমুদ্র থেকে উদ্ধারকর্মীরা উদ্ধার করেন তখন জাহাজে থাকা যাত্রীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। বাবা ও মেয়ে প্রায় ১০ মিনিট পানিতে ভাসতে ছিল।

জাহাজে রেলিংয়ের পাশে দাঁড়িয়ে মেয়েটির ছবি তুলে দেয়ার চেষ্টা করছিলেন বাবা। এ সময় এই দুর্ঘটনা ঘটে। পরে জাহাজ কর্তৃপক্ষ দ্রুত তাদের উদ্ধারে চেষ্টা চালায়।

জাহাজের একজন যাত্রী লরা আমাদর বলেন, জাহাজটি এত দ্রুত চলছিল যে দ্রুতই তারা ছোট বিন্দুতে পরিণত হওয়ার দিকে যাচ্ছিল।

ওই যাত্রী বলেন, দুর্ঘটনার পরই জাহাজের ক্যাপ্টেন গতি কমিয়ে দিয়ে এবং বাবা ও মেয়েকে উদ্ধারের জন্য চেষ্টা চালান। শেষ পর্যন্ত বড় কোনো দুর্ঘটনা ছাড়াই তাদের উদ্ধার করা হয়।

৪ হাজার যাত্রী ধারণ ক্ষমতা বিশিষ্ট ডিসনে ড্রিম জাহাজটি বাহামাস দ্বীপপুঞ্জে চারদিন ঘুরে ফ্লোরিডার ফর্ট লডারডেলে ফিরতে ছিল।

ডিসনে জাহাজ কর্তৃপক্ষ এক বিবৃতিতে দুই যাত্রীকে উদ্ধারের কথা জানিয়েছে। তবে কী কারণে দুর্ঘটনা ঘটেছে সে সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Developed By ThemesBazar.Com