মায়ানমারের ভিসা

মায়ানমার সরকার ভ্রমণকারীদের জন্য অন-এরাইভাল ভিসা দিয়ে থাকে। অনলাইনে অন-এরাইভাল ভিসা ফর্ম পূরণ করে এবং টাকা জমা দিয়ে মায়ানমার এর অন-এরাইভাল ভিসা পাওয়া যায়। অনলাইনে ভিসার জন্য আবেদন করার ৩ থেকে ৭ দিনের মধ্যে অন-এরাইভাল ভিসা প্রসেসিং এর কাজ শেষ হয়ে যায় এবং ভিসার জন্য অনুমোদনপত্র ই-মেইলের মাধ্যমে আবেদনকারীর কাছে পাঠানো হয়। ই-মেইলের মাধ্যমে পাঠানো অনুমোদনপত্রটির একটি প্রিন্ট কপি মায়ানমার ভ্রমণের সময় সাথে নিয়ে আসতে হবে এবং এই প্রিন্ট কপিটি মায়ানমার এয়ারপোর্টে জমা দিয়ে ভিসা ইস্যু করতে হয়।

মায়ানমারে এসেও মায়ানমার বিমানবন্দরের ইমিগ্রেশন সেকশনে সঠিক ভাবে পূরণকৃত অন-এরাইভাল ভিসার আবেদনপত্রটি ভিসার চার্জ সহ জমা দিলেও অন-এরাইভাল ভিসা পাওয়া যাবে।

মায়ানমারে অন-এরাইভাল ভিসা ইস্যু করার জন্য অনুমোদিত এয়ারপোর্ট ২টি।

  • ইয়াঙ্গুন
  • মান্দালায়

ভিসা ইস্যু করার সময় প্রয়োজনীয় কাগজপত্র:

  • বৈধ পাসপোর্ট (পাসপোর্টের মেয়াদ ৬ মাসের বেশি থাকতে হবে)
  • ২ কপি ছবি। ছবির সাইজ ৪×৬ সে.মি. হতে হবে এবং ছবির ব্যাকগ্রাউন্ড নীল অথবা সাদা রঙের হতে হবে।
  • ভিসার অনুমোদনপত্র
  • ভিসা স্ট্যাম্পের জন্য ভিসার ক্যাটাগরি অনুযায়ী নগদ ডলার

মায়ানমারে অন-এরাইভাল ভিসার অনুমোদন পত্রের জন্য প্রয়োজনীয় কাগজপত্র:

  • অনুমোদনকারীর এক কপি ছবি
  • পাসপোর্ট নাম্বার এবং পাসপোর্ট ইস্যু ও মেয়াদ উত্তীর্ণের তারিখ
  • মায়ানমারের বিমানের টিকেট

১) মায়ানমারের ‘মিনিস্ট্রি অফ ইমিগ্রেশন এন্ড পপুলেশন’ ওয়েবসাইট থেকে অন-এরাইভাল ভিসার আবেদনপত্র সংগ্রহ করতে হয়। আবেদনপত্র সংগ্রহ সংগ্রহ করতে নিচের লিংকে ক্লিক করুন-
≫  মায়ানমারের অন-এরাইভাল ভিসার আবেদনপত্র

এখান থেকে মায়ানমারের অন-এরাইভাল ভিসার আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন। এখানে তিন রকমের অন-এরাইভাল ভিসার আবেদনপত্র রয়েছে।

মায়ানমার বিমানবন্দরের ইমিগ্রেশন সেকশনে সঠিক ভাবে পূরণকৃত অন-এরাইভাল ভিসার আবেদনপত্রটি ভিসার চার্জ সহ জমা দিলে অন-এরাইভাল ভিসা পাওয়া যাবে।

২) অনলাইনে মায়ানমারে অন-এরাইভাল ভিসার অনুমোদন পত্রের জন্য আবেদনের নিয়মাবলী-

** অন-এরাইভাল ভিসার অনুমোদন পত্রের জন্য প্রথমে www.myanmar-visa.org ওয়েবসাইট থেকে ‘মায়ানমার ভিসা অন-এরাইভাল [Myanmar Visa On Arrival (MVOA)]’ এর জন্য এ্যাপ্লাই অপশনে ক্লিক করে অনুমোদন পত্রটি আনতে হবে। অন-এরাইভাল ভিসার আবেদন পত্রের সরাসরি লিংক পেতে এখানে ক্লিক করুন –  ‘মায়ানমার অন-এরাইভাল ভিসা’

অনলাইনে আবেদনপত্র পূরণে যেসব তথ্য প্রয়োজন হবে:

  • আবেদনকারীর সম্পূর্ণ নাম
  • লিঙ্গ (পুরুষ/মহিলা)
  • পিতার নাম
  • জাতীয়তা
  • পোস্ট কোড
  • ধর্ম
  • পাসপোর্ট নাম্বার, পাসপোর্ট ইস্যুর তারিখ, পাসপোর্ট মেয়াদ উত্তীর্ণের তারিখ, পাসপোর্ট ইস্যু করার স্থান, পাসপোর্ট ইস্যুকৃত কর্তৃপক্ষ,
  • জন্ম তারিখ (দিন-মাস-বছর)
  • জন্ম স্থানের নাম
  • পেশা (নিজ দেশে)
  • ঠিকানা, ফোন নাম্বার
  • মায়ানমার বেড়াতে যাবার কারণ
  • মায়ানমার পৌঁছানোর এবং মায়ানমার থেকে ফেরার সম্ভাব্য তারিখ
  • বিমানের নাম ও ফ্লাইট নম্বর
  • নিজের সম্পর্কে ৪টি তথ্য –
    –  চুল
    –  চোখ
    –  চেহারার বর্ণনা
    –  উচ্চতা
  • মায়ানমারে যে হোটেলে অবস্থান করা হবে তার নাম।

** আবেদনপত্র সঠিক ভাবে পূরণ করার পরে, ভিসার জন্য অনলাইনে নির্ধারিত চার্জ ক্রেডিট কার্ড, ভিসা অথবা মাস্টার কার্ডের মাধ্যমে চার্জ পরিশোধ করতে হবে।

** চার্জ পরিশোধের পর ৩ থেকে ৭ দিনের মধ্যে অন-এরাইভাল ভিসার অনুমোদনপত্র ইমেইল এর মাধ্যমে আবেদনকারীর কাছে পাঠানো হবে।

মায়ানমারের ভিসার মেয়াদ:
যদি কোন কারণে ভিসার মেয়াদ বাড়ানোর প্রয়োজন হয়, তবে ভিসার মেয়াদ আরও দুই সপ্তাহ বাড়ানো যায়। এর জন্য নির্ধারিত ‘এক্সটেনশন ফর্ম’ এ আবেদন করতে হয়।

মায়ানমারের ভিসা তিন প্রকার:

ভিসার নাম ভিসার চার্জ মেয়াদ
বিজনেস ভিসা US $50 ৭০ দিন
এন্ট্রি ভিসা US $40 ২৮ দিন (মিটিং / কর্মশালা / ইভেন্টস)
ট্রানজিট ভিসা US $20 ২৪ ঘণ্টা

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: