মায়ানমার সরকার ভ্রমণকারীদের জন্য অন-এরাইভাল ভিসা দিয়ে থাকে। অনলাইনে অন-এরাইভাল ভিসা ফর্ম পূরণ করে এবং টাকা জমা দিয়ে মায়ানমার এর অন-এরাইভাল ভিসা পাওয়া যায়। অনলাইনে ভিসার জন্য আবেদন করার ৩ থেকে ৭ দিনের মধ্যে অন-এরাইভাল ভিসা প্রসেসিং এর কাজ শেষ হয়ে যায় এবং ভিসার জন্য অনুমোদনপত্র ই-মেইলের মাধ্যমে আবেদনকারীর কাছে পাঠানো হয়। ই-মেইলের মাধ্যমে পাঠানো অনুমোদনপত্রটির একটি প্রিন্ট কপি মায়ানমার ভ্রমণের সময় সাথে নিয়ে আসতে হবে এবং এই প্রিন্ট কপিটি মায়ানমার এয়ারপোর্টে জমা দিয়ে ভিসা ইস্যু করতে হয়।
মায়ানমারে এসেও মায়ানমার বিমানবন্দরের ইমিগ্রেশন সেকশনে সঠিক ভাবে পূরণকৃত অন-এরাইভাল ভিসার আবেদনপত্রটি ভিসার চার্জ সহ জমা দিলেও অন-এরাইভাল ভিসা পাওয়া যাবে।
মায়ানমারে অন-এরাইভাল ভিসা ইস্যু করার জন্য অনুমোদিত এয়ারপোর্ট ২টি।
ভিসা ইস্যু করার সময় প্রয়োজনীয় কাগজপত্র:
মায়ানমারে অন-এরাইভাল ভিসার অনুমোদন পত্রের জন্য প্রয়োজনীয় কাগজপত্র:
১) মায়ানমারের ‘মিনিস্ট্রি অফ ইমিগ্রেশন এন্ড পপুলেশন’ ওয়েবসাইট থেকে অন-এরাইভাল ভিসার আবেদনপত্র সংগ্রহ করতে হয়। আবেদনপত্র সংগ্রহ সংগ্রহ করতে নিচের লিংকে ক্লিক করুন-
≫ মায়ানমারের অন-এরাইভাল ভিসার আবেদনপত্র
এখান থেকে মায়ানমারের অন-এরাইভাল ভিসার আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন। এখানে তিন রকমের অন-এরাইভাল ভিসার আবেদনপত্র রয়েছে।
মায়ানমার বিমানবন্দরের ইমিগ্রেশন সেকশনে সঠিক ভাবে পূরণকৃত অন-এরাইভাল ভিসার আবেদনপত্রটি ভিসার চার্জ সহ জমা দিলে অন-এরাইভাল ভিসা পাওয়া যাবে।
২) অনলাইনে মায়ানমারে অন-এরাইভাল ভিসার অনুমোদন পত্রের জন্য আবেদনের নিয়মাবলী-
** অন-এরাইভাল ভিসার অনুমোদন পত্রের জন্য প্রথমে www.myanmar-visa.org ওয়েবসাইট থেকে ‘মায়ানমার ভিসা অন-এরাইভাল [Myanmar Visa On Arrival (MVOA)]’ এর জন্য এ্যাপ্লাই অপশনে ক্লিক করে অনুমোদন পত্রটি আনতে হবে। অন-এরাইভাল ভিসার আবেদন পত্রের সরাসরি লিংক পেতে এখানে ক্লিক করুন – ‘মায়ানমার অন-এরাইভাল ভিসা’
অনলাইনে আবেদনপত্র পূরণে যেসব তথ্য প্রয়োজন হবে:
** আবেদনপত্র সঠিক ভাবে পূরণ করার পরে, ভিসার জন্য অনলাইনে নির্ধারিত চার্জ ক্রেডিট কার্ড, ভিসা অথবা মাস্টার কার্ডের মাধ্যমে চার্জ পরিশোধ করতে হবে।
** চার্জ পরিশোধের পর ৩ থেকে ৭ দিনের মধ্যে অন-এরাইভাল ভিসার অনুমোদনপত্র ইমেইল এর মাধ্যমে আবেদনকারীর কাছে পাঠানো হবে।
মায়ানমারের ভিসার মেয়াদ:
যদি কোন কারণে ভিসার মেয়াদ বাড়ানোর প্রয়োজন হয়, তবে ভিসার মেয়াদ আরও দুই সপ্তাহ বাড়ানো যায়। এর জন্য নির্ধারিত ‘এক্সটেনশন ফর্ম’ এ আবেদন করতে হয়।
মায়ানমারের ভিসা তিন প্রকার:
ভিসার নাম | ভিসার চার্জ | মেয়াদ |
বিজনেস ভিসা | US $50 | ৭০ দিন |
এন্ট্রি ভিসা | US $40 | ২৮ দিন (মিটিং / কর্মশালা / ইভেন্টস) |
ট্রানজিট ভিসা | US $20 | ২৪ ঘণ্টা |