শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৫:৩০ পূর্বাহ্ন

মালদ্বীপ প্যাকেজ মাত্র ৬১,৯০০/ টাকায়

  • আপডেট সময় রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
৩ রাত ৪ দিন
প্যাকেজে অন্তর্ভুক্ত:
►ঢাকা- মালে- ঢাকা রিটার্ন এয়ারলাইনস টিকেট।
►৩*হোটেলে ৩দিন ২রাত মাফুশি দ্বীপ, মালদ্বীপে থাকা।
►৩*হোটেলে ১দিন ১রাত হুলহুমলে দ্বীপ, মালদ্বীপে থাকা।
►প্রতিদিন হোটেল এর রেস্টুরেন্ট এ সকালের বুফেট ব্রেকফাস্ট।
► স্পিড বোটে বিমানবন্দর থেকে হোটেল এবং হোটেল থেকে বিমানবন্দর স্থানান্তর।
প্যাকেজে অন্তর্ভুক্ত নয়:
►লাঞ্চ ও ডিনারের জন্য প্রতিদিন টাকা ১,৫০০/- জন প্রতি।
►এবং অন্য কোনো কার্যক্রম যা ভ্রমণসূচীতে উল্লেখ করা হয়নি।
অন্যান্য তথ্য:
►দুই ব্যক্তি নিশ্চিত হলে প্যাকেজ শুরু হবে।
►শিশুরা মা-বাবার সাথে একই বিছানায় একই রুমে থাকবে।
►মা-বাবার সাথে এক এর অধিক শিশু থাকলে অতিরিক্ত বেড নিতে হবে, সেক্ষেত্রে ২য়/৩য়/৪র্থ শিশুর জন্য ফুল পেমেন্ট দিতে হবে।
►ভ্রমণ যাত্রা: ভ্রমণ প্রতি মঙ্গলবার এবং দেশে ফেরা শুক্রবার। এছাড়াও যেকোন দিন কমপক্ষে দুজন হলেই
ভ্রমণ করতে পারবেন।
►প্যাকেজের বাইরে বেশী থাকতে চাইলে প্রতি রাতের জন্য
জনপ্রতি ৫০০০/ টাকা বৃদ্ধি পাবে।
►বড় গ্রুপ হলে মূল্য ছাড় / সুযোগ সুবিধা বাড়ানো এবং বিশেষ গাইড প্রদান করা হবে।
বুকিং এর নিয়মঃ আমাদের সাথে ফোনে যোগাযোগ করে সরাসরি অফিসে এসে বা ব্যাংক একাউন্টে বা বিকাশে (ফি সহ) প্যাকেজ রেটের ২০% প্রদান করে আপনার ট্যুর কনফার্ম করতে পারবেন। ট্যুরের অন্তত ০৩ কর্মদিবস আগে ১০০% টাকা পরিশোধ করতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com