রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৫:২৫ অপরাহ্ন

মালদ্বীপে পুলিশের অভিযানে আটক ১০০ বাংলাদেশি শ্রমিক

  • আপডেট সময় রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩

মালদ্বীপে ইমিগ্রেশন বিভাগের অভিযানে আটক হয়েছেন প্রায় একশ অবৈধ প্রবাসী বাংলাদেশি শ্রমিক। প্রশাসন বলছে, নথিপত্র পরীক্ষায় অবৈধ প্রমাণ হলে পাঠানো হবে নিজ দেশে। এ ঘটনায় উদ্বেগ জানিয়েছে অভিবাসীদের অধিকার নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠন।

বাংলাদেশ থেকে মালদ্বীপে যাওয়াদের বড় একটি অংশই শ্রমিক। যাদের বেশিরভাগই কাজ করছেন অবৈধভাবে। এসব অবৈধ প্রবাসী শ্রমিকের বিরুদ্ধে অভিযান চালানো হবে বলে দুইদিন আগে জানায় দেশটির ইমিগ্রেশন বিভাগ।

এরই ধারাবাহিকতায় শনিবার স্থানীয় একটি বাজারে যৌথ অভিযান চালায় ইমিগ্রেশন কর্তৃপক্ষ ও পুলিশ। আটক করা হয় প্রায় একশ প্রবাসী বাংলাদেশি শ্রমিককে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, চলমান এই অভিযানে প্রবাসীদের বৈধ-অবৈধ কাগজপত্র পরীক্ষা করা এবং এক মালিকের ভিসা নিয়ে অন্য মালিকের হয়ে কাজ করছে কিনা তা খতিয়ে দেখা হবে।

যাদের বৈধ কাগজপত্র নেই তাদেরকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে বলেও জানানো হয়। ইমিগ্রেশন কর্তৃপক্ষের এমন পদক্ষেপে উদ্বেগ জানিয়েছে মালদ্বীপে অভিবাসীদের অধিকার নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠনগুলো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com