শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৫:২২ পূর্বাহ্ন
Uncategorized

মানুষের এত ভালোবাসা পাবেন, কল্পনাতেও ছিল না সানজিদার

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২

এয়ারপোর্ট থেকে ছাদখোলা বাসে রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি জায়গা প্রদক্ষিণ করেছে সাফজয়ী নারী ফুটবলাররা। এ এক অন্যরকম অভিজ্ঞতা। আর এটার সূচনা হয়েছিল উইঙ্গার সানজিদা আক্তারের এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে। তিনিই প্রথম ছাদখোলা বাসের কথা বলেছিলেন। বিজয়ীর বেশে দেশে ফিরে ছাদখোলা বাসে বাংলাদেশের মানুষের ভালোবাসা পেয়ে উচ্ছ্বসিত ময়মনসিংহের এই ফুটবলার।

যদিও ছাদখোলা বাসে করে ট্রফি জয় উদযাপন করবেন, তা ভাবতেই পারেননি। বাফুফে ভবনে সংবাদমাধ্যমকে সানজিদা বলেছেন, ‘ভাবতে পারিনি ছাদখোলা বাসে আসবো। ছাদখোলা বাসে চড়ে আমরা ভবনে আসবো। ঢাকা শহর ঘুরেছি। অনেক ভালো লাগছে। এর জন্য ক্রীড়া প্রতিমন্ত্রী ও বাফুফেকে অনেক ধন্যবাদ।’

ফেসবুকে নিজের স্ট্যাটাস নিয়ে বলতে গিয়ে হাসিমুখে সানজিদা বলেছেন, ‘আমার স্ট্যাটাস যে এত ভাইরাল হবে, কখনও ভাবিনি। যদিও আমার ফ্যান-ফলোয়ার আছে। তাদের জন্য লিখেছি। আমার মনে হয়নি এতদূর এগিয়ে যাবে।’

এরপরই যোগ করলেন, ‘আসলে আমি কেন, আমরা কেউ-ই কখনও ভাবতে পারিনি বাংলাদেশের মানুষ এত ভালোবাসে, আমাদের এভাবে বরণ করে নেবে। প্রায় সবারই এটা প্রথম অভিজ্ঞতা। দেখে অনেক ভালো লাগছে।’

বাংলা ট্রিবিউন

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com