বেড়ালও যে ক্রমে সরকারের চিন্তার কারণ হয়ে ওঠে, বেড়ালদের নিয়েও সরকারকে বড় সিদ্ধান্তের পথে হাঁটার কথা চিন্তা করতে হয়, তা বোঝা গেল ভারতের কাছের দেশের এক বিশেষ নিষেধাজ্ঞার পথে হাঁটার ভাবনায়।
দ্বীপরাষ্ট্র মালদ্বীপে একটা দ্বীপকে বেছে নেওয়া হয়েছে বেড়ালদের জন্য। আপাতত সেখানেই বেড়াল জড়ো করছে সে দেশের প্রশাসন। রাস্তায় বেড়াল ঘুরতে দেখলেই এখন তাকে পাকড়াও করে নিয়ে যাওয়া হচ্ছে সেই হালহুমালে দ্বীপে।
মালদ্বীপ সরকার আর বিদেশ থেকে বেড়াল আনতে আগ্রহী নয়। এজন্য দেশের অ্যানিম্যাল ওয়েলফেয়ার বিলে সংশোধন চাইছে তারা। যা অ্যাটর্নি জেনারেলের অফিসে জমাও পড়েছে।