শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৪:৫০ পূর্বাহ্ন
Uncategorized

মাথাপিছু আয়ে ফের ভারতকে পেছনে ফেলছে বাংলাদেশ

  • আপডেট সময় বুধবার, ১৩ অক্টোবর, ২০২১

মাথাপিছু মোট দেশজ উৎপাদনে (জিডিপি) ভারতের চেয়ে আবারও এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, পূর্বাভাসে এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। মঙ্গলবার (১২ অক্টোবর) আইএমএফ ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক (ডব্লিউইও) প্রকাশ করেছে। সেখানেই উঠে এসেছে এই তথ্য।

সংস্থাটি জানাচ্ছে, ২০২১ সালে চলতি মূল্যে বাংলাদেশের মাথাপিছু জিডিপি হবে ২ হাজার ১৩৮ দশমিক ৭৯৪ ডলার। অন্যদিকে একই সময়ে ভারতের মাথাপিছু জিডিপি হবে ২ হাজার ১১৬ দশমিক ৪৪৪ ডলার। এমনটি হলে পরপর দুই বছর ভারতের চেয়ে মাথাপিছু আয়ে এগিয়ে থাকবে বাংলাদেশ।

আইএমএফের মতে, করোনার প্রভাব কাটিয়ে বাংলাদেশ ও ভারত দু’টি দেশই অর্থনৈতিকভাবে বড় প্রবৃদ্ধি অর্জন করবে। এ ক্ষেত্রে ভারতের জিডিপি প্রবৃদ্ধি হবে বেশি, ৯ দশমিক ৫ শতাংশ এবং বাংলাদেশের প্রবৃদ্ধি হবে ৪ দশমিক ৬ শতাংশ। তবে গত বছর ভারতের অর্থনীতি বেশি সংকুচিত হওয়ায় আবারও এগিয়ে যাওয়ার সুযোগ পাবে বাংলাদেশ।

মূলত, করোনার কারণে গত বছর ভারতের জিডিপির প্রবৃদ্ধি ছিল উচ্চ ঋণাত্মক। সেই ধাক্কা কাটিয়ে উঠতে দেশটির সময় লাগবে। আর তাই আগামী বছর অর্থাৎ ২০২২ সালেও মাথাপিছু আয়ে ভারত বাংলাদেশের পেছনে থাকবে বলে মনে করছে আইএমএফ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com