বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১১:৩৮ অপরাহ্ন
Uncategorized

মাটির স্বাদ নিতে বাংলার গ্রামে

  • আপডেট সময় শুক্রবার, ১৬ জুলাই, ২০২১

এক্সপেরিয়েন্সটিতে থাকছেঃ
* যশোর শহর থেকে গ্রামে যাওয়ার লোকাল ট্রান্সপোর্ট
* সকালের খাবার
* দুপুর বেলা খাবার
* বিকেলের নাস্তা
* পিঠা, মিষ্টি খাবার
* গ্রামের ঘোরাঘুরি ও নৌকার খরচ

ট্রাভেল বাংলাদেশের এক্সপেরিয়েন্সের বিশেষত্বঃ
* প্রতিটি এক্সপেরিয়েন্স ট্রাভেলারদের জন্য স্বরণীয় অভিজ্ঞতা প্রদানের জন্য তৈরী করা হয়েছে।
* ব্যতিক্রমী সব অভিজ্ঞতাগুলো স্থানীয়রা এবং এক্সপার্টরাই প্রদান করছেন, ফলে সর্বোচ্চ উপভোগ করার সুযোগ থাকছে।
* প্রতিটি এক্সপেরিয়েন্সই একটি আরেকটি থেকে ইউনিক।
* আপনার এক্সপেরিয়েন্সটির সর্বোচ্চ কোয়ালিটি নিশ্চিত করার জন্য কাজ করছে দেশব্যাপী ট্রাভেলবিডি’র নেটওয়ার্ক।

বুকিংয়ের নিয়মাবলীঃ
* বুকিং প্রাইস পেমেন্ট করলেই আপনার বুকিংটি প্রাথমিকভাবে কনফার্ম হবে।
* হোস্টের সাথে কমিউনিকেশন করে আপনাকে কনফার্মেশন ম্যাসেজ ও মেইল পাঠানো হবে।
* আপনি যদি ফিক্সড প্যাকেজের বাইরে কিছু নিতে চান বা প্যাকেজের অন্তর্গত কিছু আপগ্রেড করতে চান; তাহলে এক্সট্রা পেমেন্ট করতে হবে। চেক-ইনের সময় হোস্টের কাছে এই এক্সট্রা পেমেন্ট করতে পারেন।
* হোস্ট যেকোন সময় বুকিং ক্যানসেল করার অধিকার রাখেন। কোন কারণে হোস্ট ক্যানসেল করলে আপনি পুরো বুকিং মানি রিফান্ড পাবেন।
* এখানে যেই যেই অভিজ্ঞতার কথা উল্লেখ আছে তার সবগুলোই দেওয়ার চেষ্টা করা হবে তবে বাংলাদেশের পরিবেশ, পরিস্থিতি, ঋতু, প্রাপ্যতাসহ নানা কারণে কিছু বিষয়ে পরিবর্তন আসতে পারে। বুকিং কনফার্ম করার সময়ই আপনাকে তা জানিয়ে দেওয়া হবে। আপনি যদি ক্যানসেল করতে চান তাহলে সম্পূর্ণ বুকিং মানি রিফান্ড করা হবে।
* আপনার নিজস্ব কারণে যদি আপনার পক্ষ থেকে ৭ দিন আগে ক্যানসেল করা হয় তাহলে আপনি বুকিং মানির ৮০% রিফান্ড পাবেন।
* আপনার নিজস্ব কারণে যদি আপনার পক্ষ থেকে ২-৬ দিন আগে ক্যানসেল করা হয় তাহলে আপনি বুকিং মানির ৪০% রিফান্ড পাবেন।
* আপনার নিজস্ব কারণে যদি আপনার পক্ষ থেকে ইভেন্টের ১ দিন আগে বা ইভেন্টের দিন ক্যানসেল করা হয় তাহলে আপনি বুকিং মানি থেকে কোন রিফান্ড পাবেন না।
* ৭-৩০ কর্মদিবসের মধ্যে আপনি রিফান্ড আপনার বিকাশ বা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন।

স্বাস্থ্য, গাইডলাইন ও সতর্কতাঃ
* ট্রাভেল বাংলাদেশের পক্ষ থেকে সর্বোচ্চ স্বাস্থ্য ও সতর্কতা অবলম্বন করেই এক্সপেরিয়েন্সটি তৈরী করা হয়েছে। তবে নিজ থেকেই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং সতর্ক থাকতে হবে।
* করোনা’র কারণে নিরাপদ দূরত্ব বজায় রাখা ও সার্বক্ষণিক মাস্ক ব্যবহার করার নিয়মকানুন মেনে চলতে হবে।
* প্যাকেজে উল্লেখ নেই এরকম সকল বিষয়ের খরচ ও নিজস্ব খরচ আপনাকেই বহন করতে হবে।
* সার্ভিস বা হোস্ট বিষয়ক যেকোন সমস্যার সমাধানে ট্রাভেল বাংলাদেশের হেল্পলাইন ও hi.travelbd@gmail.com-মেইলে যোগাযোগ করতে পারেন।
* আপনার দ্বারা কোন বস্তু বা স্থানের ক্ষতি হলে তার দায়ভার আপনাকেই বহন করতে হবে।
* প্রকৃতি বা কোন জীবের যেকোন ধরনের ক্ষতি করা থেকে বিরত থাকবেন।
* অসৎ যেকোন ধরনের কাজ ও উদ্দেশ্য থেকে বিরত থাকতে হবে। কারো পক্ষ থেকে এরকম কোন ঘটনা ঘটলে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে।

আরও তথ্য জানতে ফোন করুন: ০১৭৩৩৮০৬৮৮০

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com