পবিত্র রমজান মাস কে সামনে রেখে মদিনার মসজিদে নববীতে ইফতারে নতুন নিয়ম বেঁধে দিয়েছে মসজিদটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা মসজিদ কর্তৃপক্ষ। নতুন নিয়মে বলা হয়েছে, ইফতারের মৌলিক মেনুর সঙ্গে শুধু দুটি আইটেম যুক্ত করতে পারবেন ইফতার সরবরাহকারীরা।
পবিত্র রমজান মাসে অনেক প্রতিষ্ঠান ও অনেকে ব্যক্তিগত উদ্যোগে রোজাদারদের জন্য ইফতার সরবরাহ করে থাকেন। মসজিদে নববীতে ইফতারের খাবারের তালিকায় সাধারণ খেজুর, রুটি, দই, প্যাকেটজাত টিস্যু ও পানির বোতল থাকে।
এছাড়া ইফতার সরবরাহ করতে হবে অনুমোদিত ক্যাটারিং কোম্পানির মাধ্যমে। এবং যারা রোজাদারদের সেবা প্রদান করবেন তাদের তথ্য ওয়েবসাইটে সার্বক্ষণিক আপডেট করতে হবে।
ওমরাহ শেষে তারা পবিত্র মসজিদে নববীতে যান এবং মহানবী (সা.)-এর পবিত্র রওজা শরিফ জিয়ারত করেন। একারণে রমজানে সেখানে লাখো মানুষের ভিড় হয়। আর একারণে সবকিছু যাতে সুশৃঙ্খলভাবে হয় সেজন্য আগাম প্রস্তুতি নিচ্ছে দেশটি।