ভালোবাসা হলো আবেগ প্রকাশের সবচেয়ে সুন্দর রূপ। এটি এমন একটি আবেগ যা প্রকাশের চেয়ে অনুভূত বেশি হয়। অর্থাৎ সবটুকু কখনোই প্রকাশ করা যায় না। আমরা সবাই শৈশবকাল থেকে চিরন্তন ভালোবাসার গল্প পড়েছি।
রোমিও-জুলিয়েট হোক বা লায়লা-মজনু, প্রত্যেক ভালোবাসার কাহিনিই মানুষকে ভালোবাসতে উজ্জীবিত করেছে যুগে যুগে। আর ফ্রেব্রুয়ারি মাস এলেই যেন বাড়তি হাওয়া লাগে প্রেমের পালে। এ মাসের দ্বিতীয় সপ্তাহের শেষ দিন ১৪ ফেব্রুয়ারি অর্থাৎ শুক্রবার বিশ্ব মাতবে প্রেমে। এছাড়াও এই মাস জুড়ে রয়েছে প্রেমিক-প্রেমিকাদের জন্য রয়েছে আরও কিছু বিশেষ দিবস।
এসব দিবসের তালিকায় রয়েছে প্রপোজ ডে।ভালোবাসা দিবস সপ্তাহের দ্বিতীয় দিন অর্থাৎ ফেব্রুয়ারির ৮ তারিখ বিশ্বজুড়ে এ দিবসটি পালিত হয়।
ভালোবাসার মানুষ হিসেবে কাউকে চাওয়ার আগে অবশ্যই তার সম্মতি প্রয়োজন। আর তার এই সম্মতি আদায় করতে হবে খুব শালীন ও সবচেয়ে সুন্দর উপায়ে, তাই না? ভ্যালেন্টাইনস সপ্তাহের আজকের দিনটি ‘প্রপোজ ডে’ মনের মানুষকে মনের কথা জানানোর জন্য সবচেয়ে সুন্দর দিন।
এই দিনে চাইলে পছন্দের মানুষটিকে প্রেমের প্রস্তাব কিংবা বিয়ের প্রস্তাবও দিয়ে ফেলতে পারেন। কিন্তু ভাবছেন কীভাবে প্রস্তাবটি দেবেন? চিন্তার কোনো কারণ নেই! আজ আপানাদের জন্য রয়েছে প্রিয় মানুষটিকে প্রপোজ করার বিশেষ কিছু কৌশল। চলুন এবার সেসব কৌশল জেনে নেওয়া যাক।
স্মৃতিচারণের মাঝে প্রপোজ
আপনার এবং আপনার সঙ্গীর স্মৃতিগুলির একটি সংগ্রহ তৈরি করুন। তা হতে পারে কোনো ছবি বা অন্য যেকোনো স্মৃতি।
এরপর তা সুন্দরভাবে একটি বাক্সের ভিতরে রাখুন। প্রতিটি ছবির পিছনে একটি নোট লিখুন এবং সর্বশেষ নোটটিতে তাকে প্রপোজ করে ফেলুন।
প্রেমের কবিতা
আপনার ভালবাসার মানুষটি যদি সাহিত্যিপ্রেমী একজন হয়ে থাকে তবে এই কৌশল আপনার জন্য খুব কার্যকরী হবে। তাকে নিয়ে একটি কবিতা বা ছোট গল্প তৈরি করুন। আপনি যদি লেখক না হয়ে থাকেন চিন্তার কোনো কারণ নেই। একটি পুরানো বইয়ের ভেতরে গর্ত করুন, একটি চিকুটে ভালবাসা বা বিয়ের প্রস্তাবটি লিখে ভিতরে রেখে দিন এবং তাকে বইটি থেকে একটি নির্দিষ্ট পৃষ্ঠা পড়তে বলুন। এতে সে প্রচন্ড অবাক ও খুশি হয়ে উঠবে।
ভালবাসার গান গেয়ে প্রপোজ
ভালবাসা প্রকাশের অন্যতম সেরা উপায় একটি প্রেমের গান গাওয়ার মাধ্যমে। বিশেষ করে যদি আপনি নিজে লিখেছেন এমন একটি গান গেয়ে তাকে প্রপোজ করেন, সে খুশিতে আত্মহারা হয়ে যাবে। আপনার গলা যতই বেসুরা হক না কেন, ৪টি লাইন তার জন্য গেয়ে উঠলে সে প্রচন্ড স্পেশাল বোধ করবে।
অনলাইন প্রপোজ
আপনারা যদি এমন যুগল হয়ে থাকেন যারা প্রযুক্তি পছন্দ করে কিংবা দুইজনে আলাদা আলাদা শহর বা দেশে বসবাস করছেন তবে এই পদ্ধতিতে প্রপোজ করতে পারেন। তাকে প্রস্তাব দেওয়ার জন্য একটি ইন্টারেক্টিভ ওয়েবসাইট তৈরি করুন। ওয়েবসাইটটির মাধ্যমে ভালবাসার বা বিয়ের প্রস্তাবটি দিয়ে ফেলুন।