শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৫:৪৯ পূর্বাহ্ন

মধ্যপ্রাচ্যের আকাশে ট্যাক্সি চালু করবে মার্কিন প্রতিষ্ঠান

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২৪

আকাশে উড়বে ট্যাক্সি, এ কল্পনা এখন দূর ভবিষ্যৎ নয়। সে হিসেবে হ্যারি পটারের গল্প আর অভিনব থাকছে না! তেমনই এক ঘোষণা দিলেন ওডিস এভিয়েশনের প্রধান নির্বাহী জেমস ডোরিস।

২০২৮ সাল নাগাদ ওডিস নিয়ে আসছে এয়ার ট্যাক্সি। সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও বৃহত্তর উপসাগরীয় অঞ্চলের শহরে হাল প্রযুক্তির পরিবহন সেবা দেবে এ মার্কিন উড়োজাহাজ সংস্থা।

ক্যালিফোর্নিয়াভিত্তিক উড়োজাহাজ সংস্থাগুলোর মধ্যে ওডিস এভিয়েশন অন্যতম। ভ্রমণ সময়কে কমিয়ে আনাই সংস্থাটির বর্তমান লক্ষ্য। নয় আসনের ওডিস হাইব্রিড এয়ার ট্যাক্সিটি সাধারণ জ্বালানিতে ১ হাজার ২০০ কিলোমিটার বা বিদ্যুতে ৩২০ কিলোমিটার রেঞ্জে চলাচল করবে। মাত্র ২০ মিনিটেই আবুধাবি থেকে দুবাইতে পৌঁছে দিতে পারবে।

জেমস ডোরিস বলেন, ‘এ এয়ার ট্যাক্সি কোনো ধরনের জ্বালানি ব্যবহার ছাড়াই সংযুক্ত আরব আমিরাতের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আমাদের পৌঁছে দিতে পারবে। তবে আপনি যদি দুবাই থেকে সৌদি আরবের রিয়াদ যেতে চান তাহলে জ্বালানি লাগবে।’ বর্তমানে মধ্যপ্রাচ্যের বৃহত্তম কুরিয়ার কোম্পানি আরামেক্সের সঙ্গে পণ্যবাহী বাহন তৈরি করছে ওডিস, যা ২০২৭ সালের মধ্যেই প্রস্তুত হয়ে যাবে।

সংস্থাটি জানিয়েছে, নিয়ন্ত্রকদের অনুমোদনের পর এটি এক বছর পরীক্ষণ পর্যায়ে থাকবে। এ এয়ার ট্যাক্সি নাগরিক জীবনকে অনেকটা সহজ করে তুলবে বলে আশা করছেন ওডিসের ভাইস প্রেসিডেন্ট ভিনসেন্ট ফ্রাসকোগনার।

তিনি বলেন, ‘ইউএইর যানজট নিয়ন্ত্রণে বিশেষ পরিবর্তন নিয়ে আসবে এয়ার ট্যাক্সি।’ অবশ্য ২০২৬ সাল নাগাদ উড়ন্ত ট্যাক্সি চালু করার প্রতিশ্রুতি দিয়ে রেখেছে ইউএই কর্তৃপক্ষ। প্রাথমিক পরিকল্পনায় ট্যাক্সি ওঠানামার ভার্টিপোর্ট হবে দুবাইকেন্দ্রিক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com