বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১১:২৮ অপরাহ্ন

মধুচন্দ্রিমায় ঘুরে আসুন কাছের এই দ্বীপ থেকে

  • আপডেট সময় শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩

নীল জলের দ্বীপ বললে প্রথমেই মনে আসবে আন্দামান-নিকবর দ্বীপপুঞ্জের নাম। তবে ভারতে কিন্তু দুর্দান্ত কয়েকটি দ্বীপ আছে যা আন্দামানের থেকেও ঢের সুন্দর। এমনিতেই মধুচন্দ্রিমায় কোথায় যাবেন তা নিয়ে বিস্তর আলোচনা চলছিলই দুজনের মধ্যে। তা থেকে মুক্তি পেতে পাহাড় ও সমুদ্রের সমন্বয়ে তৈরী এই পাঁচটি দ্বীপ গুলিতে যেতে পারেন –

আর নয় একঘেয়ে দীঘা-পুরী! মধুচন্দ্রিমায় অবশ্যই ঘুরে আসুন কাছের এই দ্বীপ থেকে

১) কর্নাটকের সেন্ট মেরি’জ দ্বীপ –

Interview Question : কি সেই জিনিস যা একজন পুরুষ লুকিয়ে রাখে কিন্তু এক
Travel : খরচ নামমাত্র! পুরী-দীঘা ভুলে ঘুরে আসুন ‘Vagator Beach&#
Unknown Facts : ভারতের কোন রাজ্যে শুধুমাত্র ২টি জেলা আছে? ৯৯% মানুষই জ
Interview Question : কি সেই জিনিস যা ঢোকানোর সময় থুতু দিয়ে ঢোকাতে হয
Travel : খরচ নামমাত্র! পুরী-দীঘা ভুলে ঘুরে আসুন কাছের এই ‘Kaup B
Interview Question : মেয়েদের শরীরের কোন জিনিসটি খুব তাড়াতাড়ি বের হয
চাঙ্গা হবে শরীর ও মন! দীঘা-পুরী ভুলে ঘুরে আসুন ‘Elliot’s B
Interview Question : মেয়েদের শরীরের কোন অংশটি সর্বদা ভেজা থাকে?
খরচ হবে নামমাত্র! পুরী-দীঘা ভুলে ঘুরে আসুন অচেনা এই ‘Kozhikode B
ভারতের জাতীয় খেলা হকি, কিন্তু পশ্চিমবঙ্গের জাতীয় খেলা কি? ৯৯% মানুষই

কর্নাটকের মালপে সৈকতে রয়েছে এই দ্বীপ। যেখান থেকে সূর্য উদয় ও সূর্যাস্ত দেখলে আর ফিরতে ইচ্ছা করবে না। মধুচন্দ্রিমায় গেলে পার্টনারের সাথে এমন পরিবেশে ভালোবাসা খানিক বৃদ্ধি পাবেই। আগ্নেয় শিলার ষড়ভূজ পাথর দেখতে পাবেন এই দ্বীপে। কথায় বলে ভাস্কো-দা-গামা কেরলে যাওয়ার সময় এই দ্বীপে নাকি এসেছিলেন।

আর নয় একঘেয়ে দীঘা-পুরী! মধুচন্দ্রিমায় অবশ্যই ঘুরে আসুন কাছের এই দ্বীপ থেকে

২) কেরলের মুনরো দ্বীপ –

অস্তমুদি লেক এবং কালাদা নদীর যৌথ মিলনের উপরে এই দ্বীপ তৈরী হয়েছে। মধুচন্দ্রিমায় এখন প্রচুর যুগল কেরল বেড়াতে যান আর সেখান থেকে যে এই দ্বীপে যেতেই হবে ভুলবেন না কিন্তু।

আর নয় একঘেয়ে দীঘা-পুরী! মধুচন্দ্রিমায় অবশ্যই ঘুরে আসুন কাছের এই দ্বীপ থেকে

৩) অসম রাজ্যের উমানন্দ দ্বীপ –

পৃথিবীর ক্ষুদ্রতম নদী দ্বীপ উমানন্দ। ব্রহ্মপুত্র নদীর মাঝে এই দ্বীপ তৈরী হয়েছে যা চারিদিকে শুধুই সবুজ আর সবুজ। রোমাঞ্চর অভিজ্ঞতার সাক্ষী থাকবেন যেখানে ময়ূর থেকে বিভিন্ন প্রাণীর দেখা তো পাবেনই সাথেই জঙ্গলের মাঝে মন্দির দর্শনও করতে পারবেন।

আর নয় একঘেয়ে দীঘা-পুরী! মধুচন্দ্রিমায় অবশ্যই ঘুরে আসুন কাছের এই দ্বীপ থেকে

৪) গোয়ার বিখ্যাত দিভার দ্বীপ –

গোয়ায় ঘুরতে গেলে এই দ্বীপে যেতেই হবে। যেমন সৌন্দর্য ঠিক তেমনই নিস্তব্ধতায় সঙ্গীর সাথে সময় কাটাতে পারবেন। ছোট্ট সমুদ্রসৈকত, তার গা ঘেঁষে সরু রাস্তা ও ছোট্ট পাহাড় সব মিলিয়ে একটা আলাদা শান্তি পাবেন এখানে।

আর নয় একঘেয়ে দীঘা-পুরী! মধুচন্দ্রিমায় অবশ্যই ঘুরে আসুন কাছের এই দ্বীপ থেকে

৫) গোয়ার ইহা গ্র্যান্ড –

পর্যটকদের প্রথম পছন্দ কিন্তু ইহা গ্র্যান্ড। সবুজ গাছ, পাথরের মাখামাখি তার মধ্যে নীল জল, এযেন এক স্বপ্নপূরণের দৃশ্য! বিভিন্ন ধরনের ‘ওয়াটার স্পোর্টস’-এ চড়েও মন ভাল করতে পারেন সঙ্গীর সাথে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com