বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৮:৩২ পূর্বাহ্ন

ভ্লগিংয়ের টাকায় দিলেন ফ্যাশন হাউস, পড়তে গেলেন লন্ডনে

  • আপডেট সময় শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪

একই পোশাককে কীভাবে ভিন্ন ভিন্নভাবে উপস্থাপন করা যায়, সেটি দর্শকের সামনে উপস্থাপন করে আলোচনায় আসেন হাবিবা সুরভী। তিনি এ সময়ের জনপ্রিয় একজন লাইফস্টাইল কনটেন্ট ক্রিয়েটর। ঘুরতে ভালোবাসেন ভীষণ।

নতুন নতুন অভিজ্ঞতার গল্প সবার মাঝে ছড়িয়ে দিতে চান সুরভী। লাইফস্টাইল ভ্লগিংকে কেন্দ্র করে ইউটিউব ও ফেসবুককেন্দ্রিক বিভিন্ন কনটেন্ট নির্মাণের জন্য আলোচিত সুরভী।

তাঁর দৈনন্দিন জীবন যাপন থেকে শুরু করে রুটিন ও শখের অনেক কাজের ভিডিও তৈরি করে দর্শকের সামনে উপস্থাপন করেন।

পড়াশোনার জন্য বর্তমানে যুক্তরাজ্যে আছেন সুরভী।
পড়াশোনার জন্য বর্তমানে যুক্তরাজ্যে আছেন সুরভী।ছবি: তানবীর হোসেন

ভ্লগিংয়ের শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থী ছিলেন সুরভী। ইউটিউব দেখে টাইডাইয়ের কাজ শেখেন। প্রথম দিকে বিভিন্ন নকশার ছবি ও পোশাকের ছবি ফেসবুকে দিয়ে বেশ সাড়া পান। বন্ধুবান্ধবের উৎসাহে শরদিন্দু নামে অনলাইন শপে পোশাক বিক্রি শুরু করেন ২০১৬ সালে।

তাঁর নকশা করা পোশাকগুলো পরে অনলাইনে নিজেকে উপস্থাপন করতে শুরু করেন সুরভী। পোশাকের সঙ্গে ম্যাচিং গয়না-ব্যাগ-জুতার স্টাইলিং করেন।

ইউটিউবে সুরভীর অনুসারী ৬৩ হাজারের বেশি। ফেসবুকে ৮ লাখ ৫৩ হাজার। ইনস্টাগ্রামে বর্তমানে তাঁর অনুসারীর সংখ্যা ২ লাখ ৩৬ হাজারের কাছাকাছি। নিজের ইউটিউব চ্যানেল বিষয়ে সুরভী বলেন, ‘আমার চ্যানেলে আপনি আমি যা করতে পছন্দ করি সেই ফ্যাশন, পেইন্টিং, রান্না, ভ্রমণসহ সবকিছু পাবেন।

নিজের কাজ নিয়ে কখনোই আমি হীনম্মন্যতায় ভুগিনি, আমার মতো নিজেকে এগিয়ে নিয়েছি।’

অনেক লাইফস্টাইল ভ্লগার এখন মাসে ৩ থেকে ৫ লাখ টাকা আয় করেন।
অনেক লাইফস্টাইল ভ্লগার এখন মাসে ৩ থেকে ৫ লাখ টাকা আয় করেন।ছবি: তানবীর হোসেন

ভিডিও বানিয়ে আয়

প্রথম মাসে নিজের ভিডিও থেকে ২০০ ডলার আয় করেছিলেন সুরভী। ২০২০ থেকে ২০২৩ সাল পর্যন্ত যে টাকা আয় করেছেন, তাই জমিয়ে যুক্তরাজ্যে ফ্যাশন ডিজাইনিংয়ে পড়তে যান। এখনো প্রতি মাসেই বেশ কয়েকটি ভিডিও তৈরি করছেন। নতুন নির্মাতাদের আগ্রহ ও ধৈর্য ধরে রেখে লেগে থাকার পরামর্শ দেন সুরভী।

হুজুগে কিংবা সামনে যা পেলাম, তা নিয়ে ভিডিও না করে নিজের রুচি ও দর্শকের মধ্যে সম্পর্ক তৈরি করে, এমন ভিডিও তৈরির পরামর্শ দেন।

অনেক লাইফস্টাইল ভ্লগার এখন মাসে ৩ থেকে ৫ লাখ টাকা আয় করেন। সুরভী যদিও আয়ের সঠিক অঙ্কটা জানাতে আগ্রহী নন। তবে সুরভী বলেন, ভালো কনটেন্ট তৈরি করলে নিয়মিত এমন আয় করার সুযোগ আছে।

সে জন্য কোয়ালিটি কনটেন্ট বানাতে হবে, ধারাবাহিকতা ধরে রাখতে হবে, ভিডিওর বিষয় এমনভাবে বাছাই করতে হবে, যার প্রভাব দর্শকের জীবনে পড়বে। সুরভী বলেন, ‘আমি লাইফস্টাইল ভ্লগের মাধ্যমে বিভিন্ন বিষয়কে গুরুত্ব দিচ্ছি। যে কারণে আমার একটা দর্শকশ্রেণি তৈরি হয়েছে।’

নিজের রুচি ও দর্শকের মধ্যে সম্পর্ক তৈরি করে, নতুনদের জন্য এমন ভিডিও তৈরির পরামর্শ দিলেন সুরভী
নিজের রুচি ও দর্শকের মধ্যে সম্পর্ক তৈরি করে, নতুনদের জন্য এমন ভিডিও তৈরির পরামর্শ দিলেন সুরভীছবি: তানবীর হোসেন

যেখানে সংযোগ ও সম্পর্ক গুরুত্বপূর্ণ

পড়াশোনার জন্য বর্তমানে যুক্তরাজ্যে আছেন সুরভী। সেখানেও তাঁর অনেক দর্শক। ‘লন্ডনে পথে চলার সময় আমাকে পেছন থেকে সুরভী নামে ডাক দেয় ভিডিও দেখা দর্শক।

আমার ভিডিও আমার দর্শকেরা যেমন দেখেন, তেমনি আমার মা দেখেন। আমি কী করি, কোন ভিডিও শেয়ার করছি, কীভাবে ভিডিও মানুষের মধ্যে আগ্রহ তৈরি করছে—সবই আমার মা অনুসরণ করেন। আমার সোশ্যাল মিডিয়া থেকে যে ধরনের ভিডিও বা ছবি শেয়ার দিই না কেন, আমার মা ভীষণ মনোযোগ দিয়ে দেখেন,’ বলছিলেন সুরভী।

‘আমার কাছে ভিডিও নির্মাণই সব নয়, সম্পর্ক গুরুত্বপূর্ণ। সবকিছু স্বতঃস্ফূর্ততা নিয়ে সাবলীলভাবে করে যাচ্ছি। আমিই আমার গল্প, আমার দর্শকদের নিয়ে জীবনের নানা রং উপভোগ করছি।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থী ছিলেন সুরভী
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থী ছিলেন সুরভীছবি: তানবীর হোসেন

এখন যা চলছে

কিছুদিন আগে ঢাকা থেকে লন্ডনে কী কী নিয়ে গেলেন, তা নিয়ে একটি ভিডিও করেন সুরভী। সেই গল্প দেখেছেন ১০ লাখের বেশি মানুষ।

ভিডিও যতটা না দর্শকদের জন্য, ততটাই নিজের জন্য তৈরি করছেন তিনি। একটু নতুন দর্শক তাঁর ভাত ব্লগ দেখে চমকে যেতে পারেন। রান্না আর রান্নাঘরের গল্প ভাত ব্লগের মাধ্যমে তুলে ধরছেন তিনি। টিউলিপ বাগানে সুরভীর ভ্রমণের গল্প দেখেছেন ১৩ লাখের বেশি দর্শক।

সুরভীর একটি পোষা বিড়াল আছে, নাম মাস্টার শিফু। ঢাকা থেকে লন্ডনে সুরভী চলে যাওয়ার পর শিফু ঢাকায় ছিল। সেই শিফুকে লন্ডনে নিয়ে যাওয়ার গল্পও শুনেছেন অসংখ্য ফেসবুক ব্যবহারকারী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com