1. [email protected] : চলো যাই : cholojaai.net
ভূস্বর্গ কাশ্মীরের অন্যতম টুরিস্ট স্পট
সোমবার, ১২ মে ২০২৫, ০৩:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কাতারের কাছ থেকে বিলাসবহুল উড়োজাহাজ নিতে যাচ্ছেন ট্রাম্প: মার্কিন গণমাধ্যম হঠাৎ থমকে গেল ‘লন্ডন আই’, নাগরদোলায় আটকে পড়েন পর্যটকেরা! ভয়াবহ ধস নেমেছে ভারতের পর্যটন শিল্পে চীনের তরুণদের মাঝে সাড়া ফেলেছে দায়িত্ববিহীন ‘বন্ধুত্বের বিয়ে’ চেহারায় পরিবর্তন আনতে গিয়ে বিপর্যস্ত অস্ট্রেলীয় টিকটকারের জীবন কানাডায় পার্মানেন্ট রেসিডেন্ট হতে যা করছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা ট্রাম্প অভিবাসীদেরকে অপরাধী বানিয়ে ফেলছেন সিঙ্গাপুর: এক বিস্ময়কর নগরী ও তার সফলতার চারটি গোপন রহস্য যুক্তরাষ্ট্রে কার্ড ব্যবহারে দেখাতে হবে পরিচয়পত্র ক্লাবে নাচতে নাচতে ঢলে পড়েন প্রবাসী বাংলাদেশি, কিছুক্ষণ পরে মৃত্যু

ভূস্বর্গ কাশ্মীরের অন্যতম টুরিস্ট স্পট

  • আপডেট সময় শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩

জম্মু ও কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগর কাশ্মীরের মূল পর্যটনকেন্দ্র। শ্রীনগরের প্রধান আকর্ষণ ডাল লেক। বিশাল ডাল লেকের দিকে তাকালে দেখতে পাবেন জলে ভেসে রয়েছে সারি সারি শিকারা আর ঝাঁ চকচকে হাউসবোট। এই ডাল লেকের জন্যই কাশ্মীরকে বলা হয় প্রাচ্যের ভেনিস। কাশ্মীরে আসলে ডাল লেকের উপর ভাসমান হাউসবোটে অন্তত একটা দিন অবশ্যই কাটান। এই অভিজ্ঞতার কোনও তুলনা হয় না। হাউসবোটের ব্যবস্থাপনা কোনও পাঁচকারা হোটেলের চেয়ে কম নয়। অন্দরে কাঠের কাজ দারুণ সুন্দর। স্বয়ংসম্পূর্ণ এই হাউসবোটে আছে কার্পেটমোড়া বাথরুম সংলগ্ন ঘর, লিভিং রুম, ডাইনিং রুম। ছাদে চেয়ার পাতা। এখানে বসে উপভোগ করুন লেকের জলে সূর্যাস্ত, ভূস্বর্গের রাতের সৌন্দর্য।

হাউসবোটে বসেই সেরে ফেলতে পারেন কেনাকাটাও। এখানে শিকারায় দোকানিরা বিক্রি করেন বহুবর্ণ রঙিন ফুল, ফল, দৈনন্দিন প্রয়োজনীয় নানা জিনিস। ঘুরে দেখুন পাহাড়ের কোলে গড়ে ওঠা রাজকীয় উদ্যান চশমাশাহি। এটি সম্রাট শাহজাহানের আমলে তৈরি। চিনার, ঝাউ এবং নানা প্রজাতির ফুলে ভরা উদ্যানটিতে ঘুরতে খুব ভাল লাগে। উদ্যানের একদিকে ঝরনা। স্থানীয়দের বিশ্বাস এর জল খুবই উপকারী। চশমাশাহি থেকে কিছু দূরেই প্রমোদ উদ্যান শালিমার বাগ। নানা বাহারি ফুলের সমাহার, ছোট ছোট ফোয়ারায় ঘেরা বাগানটি দারুণ সুন্দর। এখান থেকে আসুন আর এক বিখ্যাত মুঘল উদ্যান নিশাত বাগ। নিশাত বাগ মানে আনন্দের বাগান। এখান থেকে বরফে ঢাকা পিরপাঞ্জাল পাহাড় এবং তার পাদদেশে ডাল লেকের দৃশ্য মনোমুগ্ধকর। তখত-ই-সলেমান পাহাড়ের মাথায় শঙ্করাচার্য মন্দির আর এক দ্রষ্টব্য। কথিত আছে, গুরু শঙ্করাচার্য এখানে কিছুদিন তপস্যামগ্ন ছিলেন। এই মন্দির ভক্তদের কাছে অতি পবিত্র বলে পরিচিত। এখান থেকে ডাল লেক ও তুষারাচ্ছাদিত পীরপাঞ্জাল পিকের চমৎকার ভিউ পাওয়া যায়।

কীভাবে যাবেন

কলকাতা থেকে কাশ্মীরের সরাসরি ফিলাইট নেই। প্লেনে কলকাতা থেকে দিল্লি পৌঁছে সেখান থেকে ফ্লাইটে শ্রীনগর বা জম্মু যাওয়া যায়। ট্রেনে হাওড়া থেকে হিমগিরি এক্সপ্রেস বা কলকাতা স্টেশন থেকে জম্মু-তাওয়াই এক্সপ্রেসে জম্মু আসতে পারেন। এখান থেকে গাড়ি নিয়ে শ্রীনগর যাওয়া যায়।

কোথায় থাকবেন

শ্রীনগরে থাকতে গেলে হাউসবোটে থাকার কোনও বিকল্প হয় না। অবস্থান আর মানের ভিত্তিতে দামের তারতম্য হয়, তবে ১০০ টাকা থেকে শুরু করে ৬০০০ টাকারও ঘর রয়েছে হাউসবোটে।

  • হোটেল শাহ আব্বাস। ডবল বেড: ৪৫০০ টাকা থেকে শুরু। ফোন: ৮৭১৫৮৬০০০২।

ই-মেল:[email protected]

  • হোটেল মেরিডিয়ান, ডবল বেড: ৬০০০ টাকা থেকে শুরু। ফোন:০১৯৪২৩১১৯২৩।

ই-মেল:[email protected]

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Developed By ThemesBazar.Com