সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০২:১১ পূর্বাহ্ন

ভিসা দিচ্ছে না ইতালির দূতাবাস, জটিলতা নিরসনে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা

  • আপডেট সময় বুধবার, ৯ এপ্রিল, ২০২৫

ভিসার সুপারিশ ও কাজের অনুমোদন থাকার পরও ভিসা দিচ্ছে না ইতালির দূতাবাস। জটিলতা নিরসনে প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা।

মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় প্রায় তিনশজন প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আসলে পুলিশ তাদের আটকে দেয়। পরে তারা কাকরাইল মসজিদ মোড়ে মানববন্ধন করে।

তাদের অভিযোগ, ইতালি সরকার কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দেয়ার পর ওয়ার্ক পারমিট ও ভিসার সুপারিশ সংগ্রহ করে ভুক্তভোগীরা। এরপর দূতাবাসে আবেদন করলে অনেকদিন তাদের পাসপোর্ট আটকে রেখেও ভিসা দেয়া হয়নি। এসময় দূতাবাস ও তৃতীয় পক্ষ তাদের বৈধ কাগজপত্র আটকে রেখেছে বলে অভিযোগও করেন তারা।

এ সমস্যা সমাধানে বাংলাদেশ সরকারের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগীরা। দাবি করেন, প্রধান উপদেষ্টা ইতালি সরকারের সাথে কথা বললেই কাজে যেতে পারবে ভুক্তভোগীরা।

মানববন্ধন শেষে ৫ সদস্যের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার বাসভবনে ঢুকে সংশ্লিষ্ট অফিসে তাদের লিখিত আবেদন দিয়ে আসেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com