রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১১:১৭ অপরাহ্ন

ভিয়েতনাম ভিসা

  • আপডেট সময় শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
ভিয়েতনাম ভিসা প্রসেসের গল্পটা নিশ্চয়ই শোনে থাকবেন।
কিভাবে ভিয়েতনামের ভিসা ১-৪ ঘন্টার মধ্যে ডাউনলোড করতে পারবেন। আপনার ভিসা সংশোধন অথবা পেন্ডিং ভিসা ইস্যু করতে পারবেন। চাইলে আর্জেন্ট ভিসা প্রসেস করতে পারেন। আসেন ভিয়েতনাম ভিসা প্রসেসের গল্পটা জানি।
পূর্বে ভিয়েতনাম ভ্রমণের জন্য বাংলাদেশি পাসপোর্ট ধারীদের ভিসা প্রি অ্যাপ্রুভাল প্রয়োজন ছিল। যে কারণে চাইলেই সবাই ভিয়েতনামের ভিসা এরেঞ্জ করতে পারত না। কিন্তু গত ১৫ ই আগস্ট ২০২৩ থেকে Vietnam eVISA Portal চালু হয়েছে। মজার ব্যাপার হচ্ছে এই পোর্টালটি সব দেশের সকল নাগরিকের জন্য ওপেন রাখা আছে। যে কারণে শুধুমাত্র পাসপোর্ট এবং ছবি সংযোজন করে যে কেউ অনায়াসে এই পোর্টাল থেকে ভিসা ইস্যু করে নিতে পারেন।
তাই, এখন বর্তমানে ভিয়েতনাম ভ্রমণ করার জন্য ট্রাভেল এজেন্সি থেকে Visa Approval Letter নেওয়ার আর কোন প্রয়োজন নেই।
আপনি নিচের লিংক থেকে অনলাইনে eVISA আবেদন করতে পারবেন। লিংকটি ভিয়েতনাম সরকারের অফিসিয়াল ওয়েবসাইট এবং অথেনটিক।
ভিয়েতনাম ই-ভিসা Application Link
আবেদন ফিঃ
Single Entry 25 USD (3 Months)
Multiple Entry 50 USD (3 Months)
যেসব ডকুমেন্টস প্রয়োজন হবে ভিসা এপ্লিকেশন সাবমিট করতে।
Required Documents:
1. Passport (Scan copy)
2. Recent Photo (Scan copy)
পেমেন্ট রিসিভ করার ৩ কর্ম দিবসের মধ্যে আপনার ই-মেইলে eVISA Download link পেয়ে যাবেন। চাইলে আপনি ওয়েব সাইট থেকে ই-ভিসা যে কোন সময় ডাউনলোড করতে পারবেন।
✔️ e-visa ক্ষেত্রে Airport immigration entry and exit seal পাবেন।
✔️ কেউ যদি Visa Sticker/Visa Level নিতে চান তার জন্য Approval আবশ্যক। সে ক্ষেত্রে ইমিগ্রেশন অন এরাইভাল ভিসা কাউন্টার থেকে এক্সট্রা ২৫ ডলার ফি দিয়ে আপনার পাসপোর্টে ভিসা লেভেল বা স্টিকার লাগাতে পারবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com