শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১০:২৮ পূর্বাহ্ন

ভারত-মালদ্বীপ উত্তেজনা বাড়ছে

  • আপডেট সময় বুধবার, ১০ জানুয়ারি, ২০২৪

সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আপত্তিকর পোস্ট নিয়ে ভারত ও মালদ্বীপের সম্পর্কে উত্তেজনা বাড়ছে।

ভারতীয় পর্যটন কোম্পানি ইজমাইট্রিপের সহপ্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক প্রশান্ত পিত্তি বলেছেন, অনির্দিষ্টকালের জন্য মালদ্বীপে বুকিং স্থগিত করা হয়েছে।

মালদ্বীপে সবচেয়ে বেশি পর্যটক আসে ভারত ও রাশিয়া থেকে। ভারত মহাসাগরীয় দ্বীপ দেশটি বিলাসবহুল রিসোর্টের জন্য বিখ্যাত। দেশটির অর্থনীতির প্রায় এক-তৃতীয়াংশ পর্যটনের ওপর নির্ভরশীল বলে বিশ্বব্যাংকের তথ্যে উঠে এসেছে।

সম্প্রতি এক্সে মোদিকে নিয়ে অবমাননাকর কয়েকটি পোস্ট করেন মালদ্বীপের তিনজন মন্ত্রী। রোববার তাদের বরখাস্ত করেছে মালদ্বীপ সরকার।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, সরকারি পদে থেকে যারা মোদির বিরুদ্ধে পোস্ট দিয়েছেন, এখন তাদের বরখাস্ত করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com