1. [email protected] : চলো যাই : cholojaai.net
ভারতে ভ্রমণের আগে পূরণ করতে হবে ডিজিটাল অ্যারাইভাল কার্ড
শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০৩:১১ অপরাহ্ন

ভারতে ভ্রমণের আগে পূরণ করতে হবে ডিজিটাল অ্যারাইভাল কার্ড

  • আপডেট সময় শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫

ভারতে প্রবেশের আগে যাত্রীদের ডিজিটাল অ্যারাইভাল কার্ড (ডিএসি) বা ই-অ্যারাইভাল কার্ড পূরণের বাধ্যবাধকতা এনেছে ভারতের ইমিগ্রেশন বিভাগ। বিমান, সড়ক বা রেল— যেকোনো মাধ্যমে ভারতে প্রবেশের আগে অনলাইনে বা অফলাইনে পূরণ করতে হবে এই কার্ড।

সম্প্রতি বাংলাদেশে ফ্লাইট পরিচালনাকারী বিমান বাংলাদেশ ও ইউএস-বাংলা এয়ারলাইন্সকে বিষয়টি অবগত করে চিঠি দিয়েছে ভারতের ব্যুরো অব ইমিগ্রেশন।

চিঠিতে বলা হয়েছে, ১ অক্টোবর ২০২৫ থেকে সব বিদেশি যাত্রীদের জন্য চালু হচ্ছে ডিজিটাল অ্যারাইভাল কার্ড। যাত্রীরা চাইলে যাত্রার ৭২ ঘণ্টা আগে অনলাইনে (indianvisaonline.gov.in/earrival) লিংকে গিয়ে ফরম পূরণ করতে পারেন।

ফরমে যাত্রীর নাম, পাসপোর্ট নম্বর, জাতীয়তা, ভারতে প্রবেশের তারিখ, সর্বশেষ ভ্রমণ করা দেশের নাম, ভারতে অবস্থানের ঠিকানা (হোটেল), ই-মেইল আইডি, বাংলাদেশি নম্বর এবং জরুরি যোগাযোগের নম্বর দিতে হবে।

ব্যুরো অব ইমিগ্রেশন জানিয়েছে, নতুন এই ব্যবস্থা ইমিগ্রেশন প্রক্রিয়ায় ভোগান্তি কমাবে এবং যাত্রীদের সময় বাঁচাবে। তবে, যাত্রীদের সুবিধার জন্য শুরুতে ছয় মাস পর্যন্ত ফিজিক্যাল ফরমও চালু থাকবে। অর্থাৎ যাত্রীরা বিমানবন্দরে নেমে কাগুজে ফরম পূরণ করতে পারবে। ৬ মাস পর কেবলমাত্র অনলাইনে ফরম পূরণ করতে হবে।

বিদেশি ভ্রমণকারীদের যেন কোনো ঝামেলায় পড়তে না হয়, সেজন্য আগেভাগেই এ ফরম পূরণ করার আহ্বান জানিয়েছে তারা।

বর্তমানে ঢাকা থেকে ভারতের চেন্নাই, কলকাতা, দিল্লি, হায়দ্রাবাদ ও মুম্বাই রুটে ফ্লাইট চলাচল করে। এই ফ্লাইটগুলো পরিচালনা করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা এয়ারলাইন্স, এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Developed By ThemesBazar.Com