বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৪:১১ অপরাহ্ন
Uncategorized

ভারতে প্রতি ৫ পর্যটকের একজন বাংলাদেশি নাগরিক

  • আপডেট সময় শনিবার, ১৯ জুন, ২০২১

ভারতে প্রতি ৫ পর্যটকের একজন বাংলাদেশি নাগরিক।

ভারতে ঘুরতে যাওয়া প্রতি পাঁচজন পর্যটকের মধ্যে একজন বাংলাদেশি বলে জানিয়েছে দেশটির পর্যটন মন্ত্রণালয়।

ওয়াইএসআরসিপি সংসদ সদস্য বঙ্গা গীতা বিশ্বনাথের এক প্রশ্নের জবাবে দেশটির রাজ্য পর্যটনমন্ত্রী প্রহল্লাদ সিংহ প্যাটেল ২০১৬ -২০১৮ সালে ভারতে ঘুরতে বিদেশি পর্যটকের তথ্য-উপাত্ত উপস্থাপন করেন।

ভারতের পর্যটন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০১৬ সালে ভারতে বাংলাদেশি পর্যটকের সংখ্যা ছিল ১৩ লাখ ৮০ হাজার ৪০৯ জন, ২০১৭ সালে বেড়ে ২১ লাখ ৫৬ হাজার ৫৫৭ জন এবং ২০১৮ সালে ২২ লাখ ৫৬ হাজার ৬৭৫ জন।

এছাড়া ২০১৮ সালে ভারতে যেসব বিদেশি পর্যটকরা এসেছেন তাদের মধ্যে বাংলাদেশের পরে মার্কিন ও ব্রিটিশ নাগরিকদের অবস্থান।

এরপরে শ্রীলংকা ও কানাডা। তবে ২০১৬ সাল থেকে ভারতে পাকিস্তানি পর্যটকের সংখ্যা ক্রমাগত কমেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com