ভারতের লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে বর্তমানে ৭৬৩ সংসদ সদস্য রয়েছেন। তাদের মাথাপিছু সম্পদের পরিমাণ ৩৮ দশমিক ৩৩ কোটি রুপি। তবে কোটিপতি সাংসদের দৌড়ে অনেকটাই পিছিয়ে রয়েছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংসদরা। আর সেই তুলনায় অনেকটাই এগিয়ে আছেন দেশের প্রধান বিরোধী দল কংগ্রেসের সাংসদরা। তাদের মাথাপিছু সম্পদের পরিমাণ বিজেপি সাংসদদের চেয়ে অনেকটাই বেশি।
সম্প্রতি অ্যাসোসিয়েশন অফ ডেমোক্র্যাটিক রিসার্চের (এডিআর) এক সমীক্ষায় এ তথ্য জানা গেছে। মঙ্গলবার প্রতিষ্ঠানটি তাদের সমীক্ষার প্রতিবেদন প্রকাশ করে।
প্রতিবেদনে জানা যায়, ভারতে লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে বর্তমানে যে ৭৬৩ জন সংসদ সদস্য রয়েছেন, তাদের মধ্যে মধ্যে ৫৩ জনই বিলিয়নিয়ার। অর্থাৎ, তাদের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি রুপি বা তার বেশি।
রাজ্যগত দিক থেকে তেলঙ্গানা রাজ্যের সংসদ সদস্যরা সবচেয়ে ধনী। এই রাজ্যে মোট ২৪ জন সাংসদ রয়েছেন। তাদের মাথাপিছু সম্পদের পরিমাণ গড়ে ২৬২ দশমিক ২৬ কোটি রুপি।
সংসদ সদস্যদের সম্পদের দিক থেকে বর্তমানে দ্বিতীয় অবস্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশ, তৃতীয় স্থানে পাঞ্জাব। অন্ধ্রপ্রদেশের সাংসদদের মাথাপিছু সম্পদের পরিমাণ ১৫০ দশমিক ৭৬ কোটি রুপি। আর পাঞ্জাবের সাংসদদের মাথাপিছু গড় সম্পদের পরিমাণ ৮৮ দশমিক ৯৪ কোটি রুপি।
এদিকে দলগত দিক থেকে ভারতের সবচেয়ে সম্পদশালী কে চন্দ্রশেখর রাওয়ের ভারত রাষ্ট্রীয় সমিতির সাংসদরা। তাদের ১৬ জন সাংসদের মাথাপিছু সম্পদের পরিমাণ গড়ে ৩৮৩ দশমিক ৫১ কোটি রুপি।
অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির সাংসদরাও পিছিয়ে নেই। তাদের মাথাপিছু সম্পদের পরিমাণ ১১৯ দশমিক ৮৪ কোটি রুপি।
অর্থের দিক থেকে বিজেপির সাংসদরা অবশ্য অনেকটাই পিছিয়ে রয়েছেন। লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে শাসক দল বিজেপির ৩৮৫ জন সাংসদ রয়েছেন। তাদের মাথাপিছু গড় সম্পদের পরিমাণ ১৮ দশমিক ৩১ কোটি রুপি।
এদিকে দেশের প্রধান বিরোধী দল কংগ্রেসের ৮১ জন সাংসদ রয়েছেন দুই কক্ষ মিলিয়ে। তাদের মাথাপিছু সম্পদের পরিমাণ ৩৯ দশমিক ১২ কোটি রুপি। তৃণমূলের ৩৬ জন সাংসদের সম্পদের পরিমাণ গড়ে ৮ দশমিক ৭২ কোটি রুপি।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বিজেপির ৩৮৫ জন সাংসদের মোট সম্পদের পরিমাণ ৭ হাজার ৫১ কোটি রুপি। ভারত রাষ্ট্রীয় সমিতির ১৬ জন সাংসদের মোট সম্পদের পরিমাণ ৬ হাজার ১৩৬ কোটি রুপি।
এ ছাড়া কংগ্রেসের ৮১ জন সাংসদের মোট সম্পদের পরিমাণ ৩ হাজার ১৬৯ কোটি রুপি। অরবিন্দ কেজরিওয়ালের দলের ১১ জন সাংসদের মোট সম্পদের পরিমাণ ১ হাজার ৩১৮ কোটি রুপি।
এদিকে দেশটির মোট ৭৬৩ জন সংসদ সদস্যের মধ্যে ৩০৬ জনের বা প্রায় ৪০ শতাংশের বিরুদ্ধে ফৌজদারি অপরাধমূলক মামলা রয়েছে।এর মধ্য্যে ১৯৪ সাংসদের বিরুদ্ধে খুন, খুনের চেষ্টা, অপহরণ, নারীদের বিরুদ্ধে অপরাধ ইত্যাদির মতো গুরুতর অভিযোগও রয়েছে।
প্রতিবেদনের তথ্য বলছে, যেসব সংসদ সদস্যের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে তাদের মাথাপিছু সম্পদের পরিমাণ ৫০ দশমিক ০৩ কোটি রুপি। আর যাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা নেই, তাদের গড় সম্পদের পরিমাণ ৩০ দশমিক ৫০ কোটি রুপি।