বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১২:১৮ পূর্বাহ্ন

ভারতের যে ৫ স্থানে নারীরা নিরাপদে ঘুরতে যেতে পারেন

  • আপডেট সময় মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩

আজকের নারীরা স্বাবলম্বী ও স্বাধীন। বিশ্ব ঘুরে দেখা ইচ্ছে সব নারীর মনেই আছে। তবে এর জন্য নিরাপদ নিরাপদ পরিবেশেরও দরকার আছে।

বর্তমানে বেশিরভাগ নারীই একাকী ভ্রমণ করেন, তবে কোথাও না কোথাও তাদের মনে একটি ভয় থাকে যে, অজানা কোনো স্থানে গিয়ে বিপদে পড়বেন না তো।

আপনিও যদি একা ভ্রমণ করতে চান, তাহলে বেছে নিতে পারেন ভারতের ৫ স্থান। সেখানে গিয়ে নারীরা অবাধে ঘুরে বেড়াতে পারবেন।

জয়সলমীর, রাজস্থান

রাজস্থানের জয়সলমীর এমন একটি জায়গা যেখানে বেশিরভাগ নারীই একা ভ্রমণ করেন। জয়সলমীর সোনার শহর হিসেবে পরিচিত। সেখানে উটের রাইড সবচেয়ে জনপ্রিয়।

সেখানকার স্থানীয় লোকজন শুধু সাহায্যকারীই নয় মৃদুভাষীও বটে। এমন পরিস্থিতিতে সেখানে নারীরা সব সময়ই নিরাপদ।

নৈনিতাল

নৈনিতাল সারা বছর পর্যটকদের দ্বারা সবচেয়ে বেশি পরিদর্শন করা হিল স্টেশন। শীত হোক বা গ্রীষ্ম, সেখানে পর্যটকের সংখ্যা কখনই কমে না। নৈনিতাল নারীদের একা ভ্রমণের জন্য খুবই নিরাপদ এক স্থান।

সেখানে রাস্তায় একা হেঁটে চলা নারীর কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। এই শহর নারীর জন্য অনেক নিরাপদ।

সিমলা

হিমাচল প্রদেশের রাজধানী সিমলা এমনই একটি শহর, যেটি আপনার মন জয় করে নেবে। তুষারাবৃত পাহাড়, সবুজ ও ঐতিহাসিক জাদুঘরের সৌন্দর্য পর্যটকদের মুগ্ধ করে।

যদি কোনো নারী সেখানে একা ভ্রমণে যান তাহলে অবশ্যই কালকা সিমলা টয় ট্রেনে ভ্রমণ করতে হবে।

বারাণসী

বারাণসী ভারতের প্রাচীনতম শহর। একক ভ্রমণের জন্য এটি একটি দুর্দান্ত শহর। নদীর তীরে বসে শান্তি অনুভব করতে চাইলে যেতে হবে বারাণসী। এই স্থানও নারীদের জন্য সম্পূর্ণ নিরাপদ।

মানালি

হিমাচল প্রদেশের মানালি এমন একটি জায়গা, যেখানে সারা বছর পর্যটকের ভিড় লেগে থাকে। আপনি চাইলে বান্ধবীদের নিয়ে কিংবা একাও ভ্রমণ করতে পারেন এই স্থানে।

একাকী ভ্রমণের জন্যও এই হিল স্টেশন সেরা। বিশেষ করে আপনি যদি অ্যাডভেঞ্চারপ্রেমী হন তাহলে মানালি ভ্রমণের পরিকল্পনা করতে পারেন। ট্রেকিংয়ের সঙ্গে রিভার রাফটিংও উপভোগ করতে পারবেন সেখানে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com