শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৩:১৯ পূর্বাহ্ন
Uncategorized

ভারতের ফ্লাইট চালুর প্রস্তাবে সম্মতি বাংলাদেশের

  • আপডেট সময় শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১

এয়ার বাবল চুক্তির আওতায় বাংলাদেশ-ভারত ফ্লাইট চলাচলের ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। ভারতের সিভিল এভিয়েশন অথরিটির ২৮ আগস্টের দেওয়া প্রস্তাবে সম্মতি জানিয়ে ৪ সেপ্টেম্বর থেকে ফ্লাইট চালুর অনুমতি দিয়েছে বেবিচক। নিয়মিত শিডিউল ফ্লাইট চালু না হওয়া পর্যন্ত এয়ার বাবল চুক্তির আওতায় ফ্লাইট চলবে।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সম্মতি জানিয়ে ভারতের সিভিল এভিয়েশনকে চিঠি দিয়েছে বেবিচক।

তবে ফ্লাইট চলাচল করলেও স্বাস্থ্যবিধি সংক্রান্ত বিধিনিষেধ দিয়েছে বেবিচক। ভারত থেকে বাংলাদেশে আসলে ১৪ দিন বাধ্যতামূলক ভাবে হোম কোয়ারেন্টিনে থাকতে হবে। বাংলাদেশ আসার ৭২ ঘন্টার মধ্যে পিসিআর টেষ্ট করে করোনা নেগেটিভ সার্টিফিকেট থাকতে হবে। উড়োজাহাজের ধারণক্ষমতার ৯০ শতাংশ যাত্রী পরিবহন করতে হবে এয়ারলাইন্সগুলোকে।

এ প্রসঙ্গে বেবিচকের এক কর্মকর্তা বলেন, ভারতের সিভিল এভিয়েশন অথরিটির ২৮ আগস্টের তাদের শর্তের বিষয়ে জানিয়ে বেবিচকের কাছে চিঠি দিয়েছিলো। এখন এ প্রস্তাবে সম্মতি জানিয়ে   ৪ সেপ্টেম্বর থেকে এয়ার বাবল চুক্তির আওতায় ফ্লাইটের ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। এখন ভারতের পক্ষ থেকে সম্মতি আসলেই এয়ারলাইন্সগুলো ফ্লাইট পরিচালনা করতে পারবে।

বাংলা ট্রিবিউন

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com