বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ১০:২৪ অপরাহ্ন

ভারতের এই ৪ টি স্থান, যেখানে একবার গেলে আপনি ভুলে যাবেন সুইজারল্যান্ড

  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩

বিশ্বের বিভিন্ন দেশে উপস্থিত সুন্দর স্থানের কথা আপনি নিশ্চয়ই শুনেছেন। এই রকম অনেক জায়গায়তেই বেড়াতে যেতে ইচ্ছে করে। তবে ভারতে (India)এমন জায়গার অভাব নেই। ভারতের বাইরে পা রাখলেই মনে অনেক টাকা খরচ হয়ে যায়। তবে ভারতে যখন এমন জায়গা আগে থেকেই রয়েছে তাহলে আর বাইরে কেন।  ভারতেই এমন ঘোরার জায়গা (Tourism) যেখানে কম খরচেই ঘোরা যায়।

প্রতি বছর গ্রীষ্মের ছুটিতে কোনো না কোনো হিল স্টেশনে যাওয়ার পরিকল্পনা করাই হয়। কেউ কেউ ভারতেই হিল স্টেশন উপভোগ করেন। আবার সেখানে কেউ কেউ বিদেশে চলে যান। তবে আজ ভারতের এমনই কিছু হিল স্টেশনের কথা বলা হবে, যেগুলো ছাড়িয়ে সুইজারল্যান্ডও বিবর্ণ হয়ে গেছে।

img 20220919 124039

১.  কাশ্মীর

কাশ্মীরের সৌন্দর্যকে স্বর্গের সাথে তুলনা করা হয়। বরফের চাদরে ঢাকা সুন্দর পাহাড়, কাঞ্চনের জলে সুন্দর লেক আর চারিদিকে টিউলিপের বাগান, এমন দৃশ্য স্বর্গের চেয়ে কম সুন্দর নয়।

img 20220919 124259

পশ্চিমবঙ্গের দার্জিলিং (Darjeeling) পাহাড়ের রানী হিসাবে বিখ্যাত। দার্জিলিং এর চা বাগানের কারণে এখানকার দৃশ্য অন্যান্য জায়গা থেকে আলাদা এবং ভ্রমণের জন্য অতি সুন্দর স্থান। এছাড়াও আপনি এখানে বৃষ্টি উপভোগ করতে পারেন।

img 20220919 123949

৩. মানালি

হিমাচলের মানালি একটি বড় ট্যুরিস্ট স্পট। গ্রীষ্মের দিনে এখানে পর্যটকদের ভিড় লেগেই থাকে। আপনি মানালিতে রাফটিং উপভোগ করতে পারেন।

img 20220919 124140

৪. লেহ

লেহ দেশের অন্যতম সুন্দর স্থান। লেহ এর পরিবেশ শান্ত এবং মনোরম, এখানকার শান্তি সকলের মন কেড়ে নেয়। এখানে ঘোরাঘুরি ছাড়াও, আপনি অনেক কার্যকলাপ বিশেষ করে পর্বত বাইকিং উপভোগ করতে পারেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com