তবে চিকিৎসাসহ জরুরি ভ্রমণের আবেদনগুলো এই সময়েও বিবেচনা করা হবে বলে জানিয়েছে ঢাকায় দেশটির হাই কমিশন।
বুধবার হাই কমিশনের এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, “বাংলাদেশ সরকার কর্তৃক ঘোষিত লকডাউনের প্রেক্ষিতে বাংলাদেশের সকল ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র ১ জুলাই ২০২১ থেকে পরবর্তী বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।”
জরুরি ভ্রমণ, বিশেষত চিকিৎসা সংক্রান্ত ভ্রমণের জন্য যে কোনও জিজ্ঞাসার জন্য যোগাযোগের ঠিকানাও দেয়া হয়েছে বিবৃতিতে।
এক্ষেত্রে [email protected] ঠিকানায় ইমেইল করে এবং ০৯৬১২৩৩৩৬৬৬ ও ০৯৬১৪৩৩৩৬৬৬ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।