সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ০৪:৩৩ পূর্বাহ্ন

ভারতীয় প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল, পুরোনো ভিসা নীতিতে ফিরল শ্রীলঙ্কা

  • আপডেট সময় মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪

পর্যটকদের আকৃষ্ট করতে পুরোনো ভিসা নীতিতে ফিরে গিয়েছে শ্রীলঙ্কা। দেশটির শীর্ষ আদালত একটি বিদেশি কনসোর্টিয়ামের মাধ্যমে ভিসা দেওয়ার প্রক্রিয়া স্থগিত করেছেন। এতে আগের অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে দেশটির ভিসার জন্য আবেদন করতে পারবেন বিদেশি পর্যটকেরা।

দেশটির নির্বাচিত নতুন প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকের সরকার গত বৃহস্পতিবার জানিয়েছে পুরোনো ভিসা নীতিতে ফিরে যাওয়ার লক্ষ্য পর্যটন খাতকে আরও সমৃদ্ধ করা। দেশটি ২০২২ সালের অর্থনৈতিক সংকট ধীরে ধীরে কাটিয়ে উঠছে।

এখন থেকে অনলাইনে ভিসার আবেদন করার জন্য ভারতভিত্তিক প্রতিষ্ঠান ভিএফএস গ্লোবালকে ২৫ ডলার করে দিতে হবে না আর। আগের সরকারের সঙ্গে এপ্রিলে একটি আউটসোর্সিং চুক্তি করে তারা।

এসব তথ্য জানা যায়, আরব আমিরাতের সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে।

অধিকারকর্মীরা আদালতে অভিযোগ করেছিলেন, চুক্তিটি স্বচ্ছভাবে করা হয়নি। তাঁরা দাবি করেন, এতে প্রতিষ্ঠানটি চুক্তির ১৬ বছরের বেশি সময়ে ২৭৫ কোটি ডলার পর্যন্ত অর্থ আয় করতে সক্ষম হতো।

শ্রীলঙ্কার সুপ্রিম কোর্ট আগস্ট মাসে অভিবাসন কর্তৃপক্ষকে ভিএফএসের সঙ্গে চুক্তির আগে যে অনলাইন প্ল্যাটফর্মে ভিসা আবেদন করা হতো, তাতে ফিরে যাওয়ার নির্দেশ দেন।

দিশানায়েকের কার্যালয় গত বৃহস্পতিবার এক বিবৃতিতে বলে ‘ভিএফএস গ্লোবাল পরিচালিত ভিসা সেবা অনেকের জন্য উল্লেখযোগ্য পরিমাণ অসুবিধা সৃষ্টি করেছে।’ আরও জানানো হয়, বিদেশি নাগরিকেরা এতে ভিসা করতে সমস্যার পড়তেন।

গত বুধবার দেশটির অভিবাসন বিভাগের প্রধান হার্শা ইলুকপিতিয়াকে সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত মানতে ব্যর্থ হওয়ায় গ্রেপ্তার করা হয়।

2-srylanka

ডাম্বুলার কাছে প্রাচীন এক পাথরের দুর্গভ্রমণে পর্যটকেরা। ছবি: এএফপি

ইলুকপিতিয়া এপ্রিল থেকে ভিসা আবেদন পরিচালনার সুযোগ দিয়ে ভারতের জিবিএস টেকনোলজি সার্ভিসেস এবং আইভিএস গ্লোবাল এফজেডকো ও তার পার্টনার ভিএফএস গ্লোবালের সঙ্গে কোটি কোটি ডলারের এক চুক্তি করেন।

‘আমরা ভিএফএস গ্লোবালের সঙ্গে জড়িত অনিয়ম তদন্তে একটি তাৎক্ষণিক অডিট শুরু করেছি। যেকোনো অসংগতি পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ রাষ্ট্রপতির কার্যালয় বৃহস্পতিবার বলেছে।

আউটসোর্সিং চুক্তির অধীনে, শ্রীলঙ্কায় প্রবেশকারী যেকোনো বিদেশিকে ২৫ ডলার ভিসা প্রক্রিয়াকরণ ফি দিতে হতো। এমনকি শ্রীলঙ্কার সঙ্গে ভিসামুক্ত ভ্রমণের ব্যবস্থা আছে এমন দেশের নাগরিকদের বেলায়ও এটা প্রযোজ্য ছিল।

শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের দেওয়া তথ্য অনুসারে এ বছরের প্রথম সাত মাসে দ্বীপ দেশটিতে ভ্রমণে এসেছেন ১১ লাখ ৯০ হাজার বিদেশি পর্যটক। যা গত বছরের একই সময়ের চেয়ে ৫৬ শতাংশ বেশি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com