ইসলামিক দেশগুলোর সংগঠন ‘অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি)–ভুক্ত দেশের শিক্ষার্থীদের বৃত্তি দেবে ব্রুনেই দারুসসালাম সরকার। ডিপ্লোমা, আন্ডারগ্র্যাজুয়েট ডিগ্রি ও পোস্টগ্র্যাজুয়েট (মাস্টার্স) পর্যায়ের এ বৃত্তি ওআইসিভুক্ত দেশের শিক্ষার্থীরা ২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য পাবেন। পাঁচটি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের জন্য ব্রুনেই দারুসসালাম সরকার এ বৃত্তি দিচ্ছে। বাংলাদেশি শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে শিক্ষা মন্ত্রণালয়।
বিশ্ববিদ্যালয়গুলো হলো—
* Universiti Brunei Darussalam (UBD);
* Universiti Islam Sultan Sharif Ali (UNISSA);
* Universiti Teknologi Brunei (UTB);
* Kolej Universiti Perguruan Ugama Seri Begawan (KUPU SB);
* Politeknik Brunei (PB).
১. বয়স: আন্ডারগ্র্যাজুয়েট ও ডিপ্লোমার জন্য আবেদনের সর্বোচ্চ বয়স ২৫ বছর হতে হবে। পোস্টগ্র্যাজুয়েটের জন্য আবেদনের জন্য বয়স সর্বোচ্চ ৩৫ হতে হবে। যে বছর কোর্স বা প্রোগ্রাম শুরু হবে, সেই বছরের ১ জুলাই এ বয়স হতে হবে।
২. ইংরেজি ভাষায় দক্ষতা
ইংরেজিতে দক্ষতার জন্য আইইএলটিএসে স্কোর প্রয়োজন ৬ অথবা টোয়েফলে স্কোর ৫৫০ থাকতে হবে।
আবেদনের লিংক
আগ্রহী প্রার্থীকে ব্রুনেই সরকার ও বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের দুটি লিংকেই অনলাইনে আবেদন করতে হবে।
* শিক্ষা মন্ত্রণালয়ের লিংকে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে।
* BDGS Application Form ডাউনলোড করে লিংকে Submit করতে হবে।
আবেদনের প্রয়োজনীয় কাগজপত্র
* সংশ্লিষ্ট পরীক্ষার সার্টিফিকেট
* নম্বরপত্র
* পাসপোর্ট
* জাতীয় পরিচয়পত্র
* পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট।
আবেদন শেষ কবে
আবেদন শুরু হয়েছে গত ১৭ জানুয়ারি সকাল ৯টায়। আগামীকাল মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বেলা তিনটা পর্যন্ত ওপরের দুই লিংকে আবেদন করা যাবে।