বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৮:৪৯ অপরাহ্ন
Uncategorized

ব্রঙ্কসে বৃহত্তর পরিসরে খলিল বিরিয়ানি

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১

নিউইয়র্কের খলিল বিরিয়ানী হাউজ বৃহত্তর পরিসরে তাদের যাত্রা শুরু করেছে। ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকায় ১৪৫৭ ইউনিয়ন পোর্ট রোডে তাদের বড় আয়তনের এই নতুন রেস্টুরেন্ট উদ্বোধন করা হয়।

মিলাদ-মাহফিল ও দোয়া-মুনাজাতসহ বর্ণাঢ্য আয়োজনে এর উদ্বোধন হয়। খলিল বিরিয়ানী হাউজের কর্ণধার মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে এবং মাওলানা শহীদুল্লাহর সঞ্চালনায় মিলাদ ও দোয়া-মাহফিল পরিচালনা করেন বাংলাবাজার জামে মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম এয়াহইয়া। দোয়া-মুনাজাতে প্রতিষ্ঠানটির শুভ কামনা সহ দেশ, প্রবাস ও বিশ্ব মানবতার কল্যাণ কামনা করা হয়।

এর পর মোঃ খলিলুর রহমান কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে নিয়ে ফিতা কেটে নতুন পরিসরের বড় রেস্টুরেন্টটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

পরে মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে এবং এ ইসলাম মামুনের পরিচালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন  বাংলাবাজার বিজনেস এসোসিয়েশনের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল ওয়াহিদ চৌধুরী জাকি, নিউইয়র্ক সিটি কাউন্সিলের আসন্ন ডেমোক্র্যাটিক দলীয় প্রাইমারী নিবার্চনে ডিস্ট্রিক্ট ১৮ থেকে বাংলাদেশি আমেরিকান প্রার্থী মোহাম্মদ এন মজুমদার ও মির্জা মামুনুর রশিদ, বাংলাবাজার বিজনেস এসোসিয়েশনের সহ সভাপতি বিলাল ইসলাম, সহকারী সাধারণ সম্পাদক সুমন চৌধুরী, কার্যকরী সদস্য কামরুজ্জামন বাবু, উপদেষ্টা সৈয়দ আল ওয়াহিদ নাজিম, কমিউনিটি এক্টিভিস্ট মঞ্জুর চৌধুরী জগলুল, মোজাফফর হোসেন, মোহাম্মদ আলী, মেহের চৌধুরী, মোঃ মামুনুর রশিদ, স্বপন তালুকদার প্রমুখ। অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com