1. [email protected] : চলো যাই : cholojaai.net
ব্যর্থতায় ঘুরে দাঁড়ানোর উপায়
শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ১২:৪১ অপরাহ্ন
Uncategorized

ব্যর্থতায় ঘুরে দাঁড়ানোর উপায়

  • আপডেট সময় রবিবার, ২৩ মে, ২০২১

মানুষের জীবনে হাসি আর আনন্দের পাশাপাশি দুঃখ-কষ্ট, জরা-ব্যাধিসহ নানা বিপর্যয় আসবেই। অনেকেই এতে এতই ভেঙে পড়েন যে তাঁরা আর ঘুরে দাঁড়ানোর শক্তি, সাহস ও মনোবল হারিয়ে ফেলেন। সম্ভবত এ কারণেই নিজ অভিজ্ঞতা থেকে নোবেল বিজয়ী নেলসন ম্যান্ডেলা বলেছিলেন, ‘আমাকে আমার সফলতা দ্বারা বিচার কর না, ব্যর্থতা থেকে কতবার ঘুরে দাঁড়িয়েছি তা দিয়ে আমাকে বিচার কর’।

ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়ানোর ক্ষমতা মানুষের ব্যক্তিগত ও পারিবারিক জীবনে যে কত গুরুত্বপূর্ণ তা বলার অপেক্ষা থাকে না। কিন্তু চাকরি ক্ষেত্রে? বিষয়টা কখনোই বুঝতাম না, যদি না গত মাসে একটা চাকরির নিয়োগ প্রক্রিয়ায় জড়িত না থাকতাম। সেই নিয়োগ প্রক্রিয়ায় প্রায় ৪০ জন আবেদনকারীর সাক্ষাৎকার নেওয়া হয়। অনেক আবেদনকারী বিষয়গত ও টেকনিক্যাল জ্ঞানে পারদর্শী থাকলেও হায়ারিং ম্যানেজার তাঁদের নিয়োগ দেননি। নিয়োগ প্রক্রিয়ার পরে ম্যানেজার যে আবেদনকারীকে নিয়োগ দিয়েছেন তাঁর অন্যদের মতো এত বেশি টেকনিক্যাল জ্ঞান ছিল না। তবে তাঁর ব্যর্থতায় ঘুরে দাঁড়ানোর ক্ষমতা খুবই বেশি। আর সেই ক্ষমতা নির্ধারণ করতে তিনি আবেদনকারীকে কিছু প্রশ্ন করতেন।

ম্যানেজারের মতে, এখন বিভিন্ন সমস্যার কারণে প্রকল্প সঠিক সময়ে শেষ করা যায় না; এমনকি অনেক সময় প্রকল্প ব্যর্থও হয়। তাই, এই ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়ানোর ক্ষমতা আমাদের খুবই দরকার।

এবার দেখা যাক কীভাবে এই ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়ানোর ক্ষমতা বাড়ানো যায়। বিশ্ব বিখ্যাত জনপ্রিয় লেখক ডেল কার্নেগি তাঁর প্রশিক্ষণ ক্লাসে ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়ানোর ক্ষমতা বাড়াতে সাতটি পদ্ধতি শেখাতেন। এগুলো হলো—১. সামাজিক হও; মানুষের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখো। ২. হাসি খুশি থাকো। ৩. অন্যের বিষয়টা তাঁর হয়ে বোঝার চেষ্টা করো। ৪. হতাশাবাদী বা নেগেটিভ মানুষের কাছ থেকে দূরে থাকো। ৫. পরিবর্তনকে মেনে নেওয়ার অভ্যাস করো। ৬. নিজের ভালো কাজ নিয়ে গর্ব বোধ করো। ৭. হার মেনো না, তুমি জয়ী হবেই।

পরবর্তীতে ডেল কার্নেগি ট্রেনিং কর্তৃপক্ষ এই ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়ানোর ক্ষমতা বাড়ানোর সাতটি পদ্ধতি নিয়ে গবেষণা করেন। পরে তাঁরা এই সাত পদ্ধতির সঙ্গে আরও একটি নতুন পদ্ধতি যোগ করেন। আর, তা হলো—পরিমিত পরিমাণে খাবার খাও এবং পর্যাপ্ত পরিমাণে ঘুমাও। এতে যে কাজ হয় তা হলো—১. মানুষের বিশ্বস্ততা বাড়ে। ২. আত্মনির্ভরশীল হওয়া যায়। ৩. উদ্যোক্তা হওয়া যায়। ৪. শক্তি ও সাহস বাড়ে এবং ৫. নিজের ব্যক্তিগত গৌরবের পরিচয় তৈরি হয়।

ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়ানোর ক্ষমতা বাড়ানোর উপায় নিয়ে অন্যান্য গবেষকেরাও গবেষণা করে ডেল কার্নেগির এই সাতটি উপায়ের সঙ্গে একমত হন। এ ছাড়া তাঁরা আরও কিছু উপায়ের কথা বলেন। এগুলো হলো—১. নিজ জীবনের একটা অর্থ খুঁজে বের কর এবং সে অনুযায়ী চলো। ২. অভিজ্ঞতা থেকে শেখো। ২. লক্ষ্য নিয়ে কাজ করো। ৪. কাজের চাপ নিয়ন্ত্রণে রাখো।

আমার ব্যক্তিগত জীবনের ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়ানোর দুটো উপায় বলতে চাই। যা আমার ক্ষেত্রে কাজ করেছে মন্ত্রের মতো। তা হলো—১. নিজের ভুল থেকে নতুন কিছু শিখতে পারলে পরবর্তীতে সেই ভুল আর করবেন না। অতিরিক্ত অনুশোচনা করে নিজের জীবন বিনাশ করে দেবেন না। ২. জীবনে বাধা-বিপত্তিকে সমস্যা হিসেবে না দেখে নতুন কোনো উপায় বের করুন।

মনে রাখবেন, রাত ছাড়া যেমন দিন হয় না তেমনি অন্ধকার না থাকলে আলো কী জিনিস তা বোঝা যায় না। আর আপনি চাইলেই একটাকে বাদ দিয়ে অন্যটা নিতে পারবেন না। আপনাকে নিতে হবে দুটোই। তাই, ব্যর্থতায় অনুশোচনা করবেন না ঘুরে দাঁড়ানোর ক্ষমতা বাড়াবেন সেটা চিন্তা করুন। কারণ ব্যর্থতাকে আপনি চাইলেও জীবন থেকে মুছে দিতে পারবেন না। যা পারবেন তা হলো-ব্যর্থতায় ঘুরে দাঁড়াতে পারবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Developed By ThemesBazar.Com